সোমবারের পর মঙ্গলবার একই ঘটনার পুনরাবৃত্তি। মঙ্গলবার ফের আসানসোলের সভায় এক চাকরিপ্রার্থী তাঁর দৃষ্টি আকর্ষণ করায় বক্তব্য থামিয়ে মুখ্যমন্ত্রী ওই চাকরিপ্রার্থীদের বলেন, ‘বসে পড়ুন, ওটা কোর্টে আছে৷’
রাজ্যে কর্মসংস্থান নিয়ে কড়া বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আসানসোলের সভা থেকে মমতা লিখেছেন ১৭,০০০ চাকরি রেডি রয়েছে। কিন্তু আদালতের মামলার কারণে সব কিছু আটকে রয়েছে। তিনি বলেন, “আমি খোঁজ নিয়েছি, ১৭ হাজার শিক্ষকের চাকরি রয়েছে আমার কাছে। কিন্তু আমি নিয়োগ করব কীভাবে? আদালত অনুমতি না দিলে নিয়োগ করা তো সম্ভব নয়। আমি বরাবরই বলেছি, সব ক্ষেত্রেই আদালতের সিদ্ধান্ত মেনে চলতে হবে।”
এর পর সরাসরি বরিষ্ঠ আইনজীবী তথা রাজ্যসভায় বাম সাংসদ বিকাশরঞ্জন ভট্টাচার্যের উদ্দেশে আক্রমণ শানান মমতা। বলেন, ‘বিকাশবাবু একের পর এক মামলা করছেন। আদালত নিয়োগ বন্ধ করে দিচ্ছে। ওনার তো অর্থের কোনও অভাব নেই। কিন্তু সমস্যায় ভুগতে হচ্ছে আপনাদের। আপনারা বিকাশবাবুদের গিয়ে বলুন, আপনাদের জন্য চাকরি আটকে যাচ্ছে। আপনাদের চাকরি দিতে হবে।’ তিনি সরাসরি সিপিএম নেতারকে বলেছেন, ‘আপনি চাকরি বন্ধ করেছেন, আপনিই আবার চাকরি চালু করবেন। এটা আপনাকে করতেই হবে।’
রাজ্য সরকার নিয়োগ করতে চায় কিন্তু আদালতে মামলা চললে সরকার কীভাবে কাজ করবে। বর্ধমানের নবাবহাটের গোদার মাঠের প্রশাসনিক কর্মসূচি মাটি উৎসবে দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বলেন, তাঁর কাছে এমন অনেক অভিযোগ আসছে। চাষিরা যখন কৃষক মান্ডিতে ধান বিক্রি করতে যাচ্ছে তখন ঘোরানো হচ্ছে। এমনকি নানা ভাবে হেনস্থাও করা হচ্ছে। এবার থেকে যদি ঘরানো হয় তাহলে পুলিশে গিয়ে এফআইআর করার নির্দেশ দেন তিনি। পাশাপাশি বিডিও অফিসে গিয়েও অভিযোগ জানানোর কথাও বলেন মমতা। ওসি’দের এই বিষয়ে আগে ‘অ্যাকশন’ নেওয়ার কথাও জানান তিনি।
আরও পড়ুন :
খড়্গপুরে তৃণমূল কর্মীকে গুলি করে খুনের অভিযোগ
মুম্বইয়ে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বাড়ি, মৃত এক
‘ধান ফিরিয়ে দিলে থানায় গিয়ে এফআইআর করুন, কড়া বার্তা মমতার
মনোনয়ন পেশ করলে বিরোধীদের মনোনীত রাষ্ট্রপতি পদপ্রার্থী যশবন্ত সিনহা
ঊর্ধ্বমুখী কোভিডের দৈনিক সংক্রমণ গ্রাফ