প্রথম পাতা খবর ‘বিরোধীরা এলে আরও খুশি হতাম’, বিধানসভায় স্মারক ভবন উদ্বোধনে বললেন মুখ্যমন্ত্রী

‘বিরোধীরা এলে আরও খুশি হতাম’, বিধানসভায় স্মারক ভবন উদ্বোধনে বললেন মুখ্যমন্ত্রী

294 views
A+A-
Reset

কলকাতা: বিধানসভার ৭৫ বছর পূর্তি উপলক্ষে তৈরি প্ল্যাটিনাম জয়ন্তী স্মারক ভবনের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিধানসভা চত্বরে এই ভবনটি তৈরি করতে খরচ হয়েছে ২৫ কোটি টাকা। ভবনে সংগ্রহশালা, আন্তর্জাতিক মানের একটি গ্রন্থাগার রয়েছে। থাকছে সাড়ে চারশো আসনের একটি কনফারেন্স রুম। এ ছাড়া বিধানসভার মোট ৪১টি কমিটির নিয়মিত বৈঠকের জন্য জায়গাও রয়েছে।

এ দিনের অনুষ্ঠানে বক্তৃতা করার সময় মুখ্যমন্ত্রী বলেন, “বিরোধীরা এলে আরও খুশি হতাম। তাঁরাও এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকতে পারতেন। গণতন্ত্রের বীজ বপণ করার জন্য বিধানসভাকে ভালোবাসা প্রয়োজন। বিধানসভা সবার।”

বিধানসভায় সংবিধান দিবস উপলক্ষে অনুষ্ঠানে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, “ভোটের সময় আমরা আমাদের রাজনীতি করব। কিন্তু বাকি সময় সংবিধান অনুযায়ী চলব। বিধানসভা থেকে এটাই শপথ নেওয়া উচিত”। তবে একই সঙ্গে শাসক দলকে নিশানায় রেখে তাঁর কটাক্ষ, “প্রশাসনিক সভায় বিরোধীদের ডাকা হয় না। যথা সময় পুরসভা নির্বাচন হয় না, প্রশাসক বসিয়ে চলছে”।

উল্লেখ্য, রাজ্য রাজনীতিতে কার্যত চমক দেখাল বিধানসভা। বিধানসভা ভোটের পর এই প্রথম শুভেন্দু অধিকারীকে নিজের ঘরে আমন্ত্রণ জানান মুখ্যমন্ত্রী। বিরোধী দলনেতাও মুখ্যমন্ত্রীর আমন্ত্রণে সাড়া দিয়ে আরও তিন বিজেপি বিধায়ককে সঙ্গে নিয়ে মুখ্যমন্ত্রীর ঘরে যান।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.