কলকাতা: বিধানসভা নির্বাচনের দামামা বাজার আগেই রাজ্যের উন্নয়নমূলক কাজগুলি শেষ করতে মরিয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্ন সূত্রে খবর, ভোটের আগে মূলত তিনটি সরকারি প্রকল্পকে ‘পাখির চোখ’ করছেন তিনি। এই প্রকল্পগুলি হলো— ‘বাংলার বাড়ি’, ‘পথশ্রী’ এবং ‘আমাদের পাড়া-আমাদের সমাধান’।
জেলাশাসকদের সঙ্গে জরুরি বৈঠক মঙ্গলবার নবান্নে জেলাশাসকদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক করেন মুখ্যমন্ত্রী। সূত্রের খবর, প্রায় ২০ থেকে ২৫ মিনিটের এই বৈঠকে তিনি স্পষ্ট নির্দেশ দিয়েছেন যে, নির্বাচনের আগে এই তিন প্রকল্পের কাজে কোনও খামতি রাখা যাবে না। জেলাশাসকদের বাড়তি তৎপর হওয়ার নির্দেশ দিয়ে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, কোথায় কী সমস্যা হচ্ছে তা চিহ্নিত করে দ্রুত সমাধান করতে হবে।
৩ প্রকল্পে বিশেষ নজর বৈঠকে মুখ্যমন্ত্রী মূলত তিনটি বিষয়ে সতর্ক করেছেন: ১. আমাদের পাড়া-আমাদের সমাধান: বিভিন্ন জায়গা থেকে পানীয় জলের সমস্যার অভিযোগ আসছে। মুখ্যমন্ত্রী জেলাশাসকদের নির্দেশ দিয়েছেন, এই ধরনের অভিযোগ পাওয়া মাত্রই দ্রুত পদক্ষেপ করতে হবে। মানুষের ক্ষোভ যাতে না বাড়ে, সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে। ২. বাংলার বাড়ি: এই প্রকল্পে যাতে প্রকৃত উপভোক্তারা কোনওভাবেই বঞ্চিত না হন, তা নিশ্চিত করতে বলা হয়েছে। সরকারি অনুদান পেতে সাধারণ মানুষের যাতে কোনও হয়রানি না হয়, সেদিকেও নজর দিতে হবে। ৩. পথশ্রী: গ্রামীণ রাস্তাঘাট সংস্কারের ওপর বিশেষ জোর দিয়েছেন মমতা। যেসব এলাকায় রাস্তা বেহাল, সেখানে পথশ্রী প্রকল্পের অধীনে দ্রুত মেরামতির নির্দেশ দেওয়া হয়েছে।
কেন এই তাড়াহুড়ো? সামনেই বিধানসভা নির্বাচন। নির্বাচন কমিশনের নির্ঘণ্ট ঘোষণা হয়ে গেলে আদর্শ আচরণবিধি বা ‘মডেল কোড অফ কন্ডাক্ট’ চালু হয়ে যাবে। তখন নতুন করে কোনও প্রকল্পের ঘোষণা বা অর্থ বরাদ্দ করা সম্ভব হবে না। তাই হাতে থাকা সময়টুকু নষ্ট না করে যুদ্ধকালীন তৎপরতায় কাজ শেষ করার বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী।