প্রথম পাতা খবর নিজের লেখা গানে লক্ষ্মীপুজোর শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর, কোজাগরীর সকালে শুভেচ্ছা বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের

নিজের লেখা গানে লক্ষ্মীপুজোর শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর, কোজাগরীর সকালে শুভেচ্ছা বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের

22 views
A+A-
Reset

সোমবার রাজ্যজুড়ে কোজাগরী লক্ষ্মীপুজোর উৎসবমুখর পরিবেশ। বাড়িতে বাড়িতে চলছে ধনদেবীর আরাধনা, লক্ষ্মী প্রতিমা সাজানো ও পুজোর প্রস্তুতি। এই শুভ উপলক্ষ্যে রাজ্যবাসীকে বিশেষভাবে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় — নিজের লেখা ও সুর করা গানের মাধ্যমে।

প্রতিবারের মতোই উৎসবের সকালে কবিতা বা গানের মাধ্যমে শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী। এদিনও তার ব্যতিক্রম হয়নি। সোমবার সকালে সোশ্যাল মিডিয়ায় মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, “আমার লক্ষ্মী প্রতিদিনই সবারে করে আহ্বান,
আমার লক্ষ্মী ক্লান্তি ভুলে গায় জীবনেরই জয়গান…
সকলকে জানাই কোজাগরী লক্ষ্মীপুজোর আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।”

মুখ্যমন্ত্রীর এই পোস্ট মুহূর্তে ভাইরাল হয়ে যায়। গানটির কথা ও সুর দুটোই করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, আর গেয়েছেন জনপ্রিয় শিল্পী শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়।

ভিডিওটিতে দেখা যাচ্ছে, ঘরে ঘরে লক্ষ্মীপুজোর প্রস্তুতির দৃশ্য— ধূপ-ধুনো, আলপনা, প্রদীপ আর সাজসজ্জায় ভরে উঠেছে প্রতিটি ফ্রেম। পাশাপাশি এই গানের মাধ্যমে মুখ্যমন্ত্রী দিয়েছেন মহিলাদের এগিয়ে যাওয়ার বার্তা, আত্মবিশ্বাস ও পরিশ্রমের মাধ্যমে নিজের ভাগ্য নিজেই গড়ার প্রেরণা।

বাংলাজুড়ে উৎসবের আবহে মুখ্যমন্ত্রীর এই বিশেষ বার্তা শুধু পুজোর শুভেচ্ছা নয়, বরং এক মানবিক ও নারীকেন্দ্রিক ভাবনার প্রতিফলন হিসেবেও দেখা হচ্ছে।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.