প্রথম পাতা খবর ভাষাদিবসে প্রবাসী বাঙালিদের জন্য ‘আপন বাংলা’ পোর্টাল উদ্বোধন মুখ্যমন্ত্রীর

ভাষাদিবসে প্রবাসী বাঙালিদের জন্য ‘আপন বাংলা’ পোর্টাল উদ্বোধন মুখ্যমন্ত্রীর

219 views
A+A-
Reset

কলকাতা: প্রবাসী বাঙালি ও তথা বিদেশে বসবাসকারী স্থায়ী বাঙালিদের জন্য এক অভিনব উদ্যোগ রাজ্য সরকারের। একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে নতুন এক পোর্টালের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

প্রতি বছর আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে দেশপ্রিয় পার্কের ভাষা মঞ্চের অনুষ্ঠানে যোগ দেন মুখ্যমন্ত্রী। এবছর তাঁর উত্তরবঙ্গ সফর থাকায় দুপুরেই অনুষ্ঠান হয় তাঁর উপস্থিতিতে। কবিতা, গান, পাঠের মধ্যে দিয়ে এদিন বাংলা ভাষার প্রতি নিজেদের অনুভূতির কথা প্রকাশ করেন বিশিষ্টজনরা। ছিলেন সাংস্কৃতিক, বিনোদন জগতের একাধিক ব্যক্তিত্ব।

মুখ্যমন্ত্রী বলেন, বলেন, “সব ভাষা মিলেই কিন্তু আমাদের দেশ, এবং সারা পৃথিবীতে আমাদের ভাইবোনেরা ছড়িয়ে আছে। আজকে যে পোর্টালটা আমরা করলাম এটা হচ্ছে টু কমিউনিকেট, টু কানেক্ট, আমাদের প্রবাসী বাঙালিদের জন্য এবং বাংলার প্রবাসে যারা থাকে, বিভিন্ন বিপদে আপদে পড়ে, তারা বাংলার অনেক কিছু জানতে চায়,যোগাযোগ করতে চায়। তাই তাদের জন্য এই পোর্টাল”।

এর পর নিজের বক্তব্য সংক্ষিপ্ত করে ‘আপন বাংলা’ পোর্টাল চালু করেন। এই পোর্টালে সরকারি অনুষ্ঠানে অংশ নেওয়া ছাড়াও প্রাক্তন স্কুল, কলেজের বিষয় জানতে পারবেন প্রবাসী বাঙালিরা। এছাড়া থাকছে পরামর্শ দেওয়া কিংবা অভিযোগ জানানোর আলাদা সেল। থাকবে বিনিয়োগ সংক্রান্ত তথ্যও। বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন, কলকাতা চলচ্চিত্র উৎসব কিংবা বইমেলার মতো বড় অনুষ্ঠান সম্পর্কে বিস্তারিত তথ্য পাবেন ‘আপন বাংলা’ পোর্টালে। এই অনলাইন পোর্টালটি সবসময়ের জন্য নজর রাখবে রাজ্য সরকারে একটি আলাদা সেল।

পোর্টালটি সম্পর্কে রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল সেন বলেন, “আপন বাংলা পোর্টাল’, প্রবাসী বাঙালি ও বিদেশে স্থায়ীভাবে বসবাসকারী বাঙালিদের বিদেশের মাটিতে বসে পশ্চিমবঙ্গকে দেখার ও বোঝার জন্য ই প্ল্যাটফর্ম নির্ভর সেবার এক অনবদ্য প্রচেষ্টা। এই আপন বাংলা পরিষেবা অনলাইনে পাওয়া যাবে www.aponbangla.wb.gov.in ওয়েবসাইটে”।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.