ডেস্ক: বুধবার বিকেলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিকেল ৫টা নাগাদ সাউথ ব্লকে প্রধানমন্ত্রীর দফতরে ওই বৈঠকে ত্রিপুরা হিংসা, কোভিড টিকাকরণ এবং বিএসএফ-এর এক্তিয়ার বৃদ্ধি-সহ বিভিন্ন ইস্যু তুলে ধরেন মুখ্যমন্ত্রী।
বৈঠক সেরে বেরিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “আগামী বছর ২০ ও ২১ এপ্রিল যে বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন হবে তার উদ্বোধনে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছি। আমাদের রাজনৈতিক মত আলাদা হতে পারে। তার প্রভাব কেন্দ্র – রাজ্য সম্পর্কে পড়ার উচিত নয়। রাজ্যের উন্নতি হলেই কেন্দ্রের উন্নতি হবে। প্রধানমন্ত্রী আমন্ত্রণ গ্রহণ করেছেন”।
রাজ্যের দাবিদাওয়া নিয়েও কথা হয়েছে জানিয়ে মমতা বলেন, “আমফান-সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের ক্ষতিপূরণ নিয়ে কথা হয়েছে। প্রায় ৯৬ হাজার কোটি টাকা কেন্দ্রের কাছে পায় রাজ্য”।
অন্য দিকে, বহুল চর্চিত বিএসএফ-এর কাজের পরিধি বাড়ানোর বিতর্ক নিয়েও প্রধানমন্ত্রীর কাছে নিজের মত ব্যক্ত করেন মমতা। সংবাদ মাধ্যমের কাছে তিনি জানান, “বিএসএফ-এর কাজ সীমান্ত সামলানো। কিন্তু এ দিকে গুলি চালাচ্ছে। বিএসএফ-এর এক্তিয়ার বৃদ্ধি নিয়ে কথা হয়েছে। রাজ্যের আইনশৃঙ্খলার সঙ্গে সঙ্ঘাতের পরিস্থিতি তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় আঘাত করা উচিত নয়। রাজ্যের সাহায্য চাইলে রাজ্য সাহায্য করতে প্রস্তুত”।
আরও পড়ুন: জল্পনা উসকে মমতার সঙ্গে দেখা করলেন বিজেপি সাংসদ সুব্রহ্মণ্যম স্বামী
এ ছাড়া মমতা বলেন, ত্রিপুরায় তৃণমূল নেতাদের আক্রান্ত হওয়ার ঘটনাও প্রধানমন্ত্রীকে জানিয়েছেন। পাশাপাশি কোভিড টিকার প্রয়োজনীয়তার কথাও প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেছেন তিনি।