প্রথম পাতা খবর দেশের দরিদ্রতম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, জানুন তাঁর সম্পত্তির পরিমাণ

দেশের দরিদ্রতম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, জানুন তাঁর সম্পত্তির পরিমাণ

207 views
A+A-
Reset

দেশের প্রায় সব মুখ্যমন্ত্রীরই সম্পত্তির অঙ্ক কোটি বা তারও বেশি। কিন্তু সেই তালিকা থেকে অনেক দূরে রয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এডিআর ও ন্যাশনাল ইলেকশন ওয়াচ-এর সমীক্ষায় উঠে এসেছে, তাঁর মোট সম্পত্তির পরিমাণ মাত্র ১৫ লক্ষ টাকা, যা দেশের দরিদ্রতম মুখ্যমন্ত্রী হিসেবে তাঁকে চিহ্নিত করেছে।

মমতার পরেই রয়েছেন জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লা, যাঁর সম্পত্তি ৫৫ লক্ষ টাকা। তৃতীয় স্থানে আছেন কেরলের পিনারাই বিজয়ন, যাঁর সম্পত্তির পরিমাণ ১.১৮ কোটি টাকা।

অন্যদিকে, দেশের ধনীতম মুখ্যমন্ত্রী হলেন অন্ধ্র প্রদেশের চন্দ্রবাবু নাইডু। তাঁর মোট সম্পত্তি ৯৩১ কোটি টাকা। দ্বিতীয় স্থানে রয়েছেন অরুণাচল প্রদেশের প্রেমা খান্ডু, যাঁর সম্পত্তি ৩৩২ কোটি টাকা। তবে তিনি একইসঙ্গে দেশের সবচেয়ে ঋণগ্রস্ত মুখ্যমন্ত্রী। তাঁর উপর রয়েছে ১৮০ কোটি টাকার ঋণ।

৩১ জন মুখ্যমন্ত্রীর মধ্যে ১৩ জনের বিরুদ্ধে অপরাধমূলক মামলা রয়েছে, যার মধ্যে ১০ জনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ। তেলেঙ্গনার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডির বিরুদ্ধে রয়েছে সর্বাধিক ৬৩টি মামলা, যার মধ্যে ৩৪টি অপরাধমূলক। তালিকায় দ্বিতীয় স্থানে আছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্টালিন, যাঁর বিরুদ্ধে রয়েছে ৪৭টি মামলা, যার মধ্যে ১১টি অপরাধমূলক।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.