প্রথম পাতা খবর ‘রাস্তাই আমাদের রাস্তা’,যাদবপুরের ৮বি থেকে হাজরা পর্যন্ত মিছিল মমতার, সঙ্গে দেব সোহম সহ একগুচ্ছ সেলেব্রিটি

‘রাস্তাই আমাদের রাস্তা’,যাদবপুরের ৮বি থেকে হাজরা পর্যন্ত মিছিল মমতার, সঙ্গে দেব সোহম সহ একগুচ্ছ সেলেব্রিটি

20 views
A+A-
Reset

দিল্লির বঞ্চনা ও অধিকার হরণের অভিযোগ তুলে শুক্রবার দুপুরে কলকাতার রাস্তায় নামলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যাদবপুরের ৮বি বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে হাজরা মোড় পর্যন্ত চলে এই মিছিল। মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, তৃণমূল সাংসদ দেব, বিধায়ক সোহম-সহ দলের সাংসদ, বিধায়ক ও বিশিষ্টজনেরা। মিছিল শুরুর আগে যাদবপুরে দাঁড়িয়ে মমতা জানান, দিল্লির লাঞ্ছনা, অপমান ও বাংলার মানুষের অধিকার কেড়ে নেওয়ার প্রতিবাদেই এই ‘রাস্তাই রাস্তা’ আন্দোলন।

মিছিল শুরুর আগে মুখ্যমন্ত্রী বলেন, “এই অঞ্চলের মা-মাটি-মানুষকে প্রণাম। আপনাদের সমর্থনই বাংলাকে এগিয়ে নিয়ে যাবে।” তিনি আরও বলেন, “২ কোটি মানুষের ভোট কেটে দেওয়া হচ্ছে, অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। তার বিরুদ্ধেই রাস্তাই আমাদের রাস্তা।” নেতাজির উদ্ধৃতি টেনে মমতা জানান, যাদবপুরের মাটি লড়াইয়ের মাটি, উদ্বাস্তু আন্দোলনের সাক্ষী। বিকেল সাড়ে চারটে নাগাদ হাজরা মোড়ে গিয়ে শেষ হয় মিছিল।

এই কর্মসূচির পেছনে রয়েছে বৃহস্পতিবারের ইডি অভিযান। আইপ্যাক কর্ণধার প্রতীক জৈন-এর লাউডন স্ট্রিটের বাড়ি ও সল্টলেকের দফতরে তল্লাশির পরই কেন্দ্রের বিরুদ্ধে সরব হন মুখ্যমন্ত্রী। মমতার অভিযোগ, দলের নির্বাচনী কৌশল ও নথি ছিনতাই করতেই এই অভিযান চালানো হয়েছে। তিনি সরাসরি আঙুল তোলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-এর দিকে। সল্টলেকে আইপ্যাক দফতরের সামনে দাঁড়িয়েই তিনি এই মিছিলের ডাক দেন এবং জানান, এই ‘হামলার প্রত্যুত্তর’ দেবে জনগণই।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.