কলকাতা: ভবানীপুরের এক ব্যবসায়ীর খুনের ঘটনায় চাঞ্চল্য। উত্তর ২৪ পরগনার নিমতায় খুন হয়েছেন ওই ব্যবসাসী। বুধবার শিলিগুড়ি থেকে ফিরেই খুন হওয়া ব্যবসায়ীর পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরিজনদের সঙ্গে কথা বলেন তিনি।
পুলিশি রিপোর্টের কথা উল্লেখ করে মুখ্যমন্ত্রী বলেন, নিমতার ঘটনা পরিকল্পিত খুন। এদের ক্রিমানাল ব্রেন। একই সঙ্গে তিনি বলেন, “আমি মনে করি এরা (খুনিরা) ক্রিমিনাল নয়। ক্রিমিনালের চেয়েও বড় ক্রিমিনাল।’’
ঘটনায় প্রকাশ, মঙ্গলবার ওই ব্যবসায়ীর স্ত্রী থানায় একটি মিসিং ডায়েরি করেন। তিনি অভিযোগ করেন, তাঁর স্বামীকে অপহরণ করা হয়েছে। অভিযোগ পাওয়ার পরই তদন্ত শুরু করে পুলিশ। তদন্তে নেমে নিমতার প্রবোধ মিত্র লেনের বাসিন্দা অনির্বাণ গুপ্ত নামে এক ব্যক্তির বাড়ি থেকে ব্যবসায়ীর দেহ উদ্ধার করে বালিগঞ্জ থানার পুলিশ। জলের ট্যাঙ্কে বস্তাবন্দি দেহ পুঁতে রাতারাতি পাঁচিল তুলে দেওয়া হয়। পুলিশ সূত্রে খবর, সোমবার দুপুর ১টা থেকে ৩টের মধ্যে খুন হন ওই ব্যবসায়ী।
পুলিশ সূত্রে খবর, খুনের কথা স্বীকার করে অনির্বাণ। তার দাবি, দেহ লোপাটে সাহায্য করে সুমন দাস নামে এক যুবক। দুজনকেই গ্রেফতার করা হয়েছে। এই খুনের ঘটনায় আরও কেউ জড়িত কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।
স্থানীয় সূত্রে খবর, খুন হওয়া ব্যবসায়ী ভব্য লখানির স্ত্রী ছাড়াও রয়েছে দুই নাবালক পুত্র। তাদের এক জন দশম শ্রেণিতে পড়াশোনা করে। অন্য জন অষ্টম শ্রেণির ছাত্র। এক জনের স্কুলের পরীক্ষা ছিল বুধবার। তার মধ্যেই আসে বাবার মৃত্যুসংবাদ!