প্রথম পাতা খবর ‘এসআইআর প্রক্রিয়া ৩-৪ বছর লাগে, তিন-চার মাসে হয় না,’ উত্তরবঙ্গে রওনা হওয়ার পথে বললেন মুখ্যমন্ত্রী মমতা

‘এসআইআর প্রক্রিয়া ৩-৪ বছর লাগে, তিন-চার মাসে হয় না,’ উত্তরবঙ্গে রওনা হওয়ার পথে বললেন মুখ্যমন্ত্রী মমতা

135 views
A+A-
Reset

ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষা (এসআইআর) নিয়ে ফের সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার দুপুরে উত্তরবঙ্গে রওনা হওয়ার পথে কলকাতা বিমানবন্দরে দাঁড়িয়ে তিনি জানান, “এসআইআর প্রক্রিয়া দু’-তিন মাসে শেষ হয় না। এটা সম্পূর্ণ করতে তিন-চার বছর সময় লাগে।” তিনি জানিয়ে দেন তৃণমূল এসআইআরের বিরুদ্ধে।

সোমবার সুপ্রিম কোর্ট বিহারে এসআইআরের শুনানিতে জানায়, এই প্রক্রিয়ায় পরিচয়ের প্রামাণ্য নথি হিসাবে আধার কার্ড ব্যবহার করা যাবে। সেই প্রসঙ্গ টেনে মমতা বলেন, “আধার কার্ডও এখন আইডেন্টিটি। যাঁদের নেই, তাঁরা করিয়ে নেবেন।” পাশাপাশি তিনি চান ভোটার এপিক কার্ডকেও সমানভাবে বৈধ নথি হিসেবে গণ্য করা হোক।

অন্যদিকে, নেপালে চলমান বিক্ষোভ ও রাজনৈতিক অস্থিরতা নিয়ে তাঁকে প্রশ্ন করা হলে মমতা জানান, “নেপাল আমার দেশ নয়। প্রতিবেশী দেশ বলে আমরা তাকে ভালবাসি। তবে ভারত সরকার কিছু বললে তবে আমি মন্তব্য করব।” একইসঙ্গে নেপালের সীমানা ঘেঁষা উত্তরবঙ্গের শিলিগুড়ি ও কালিম্পঙে শান্তি বজায় রাখার আহ্বান জানান মুখ্যমন্ত্রী।

এদিন তিনি জানান, শিলিগুড়িতে উন্নয়নমূলক প্রকল্প নিয়ে প্রশাসনিক বৈঠক রয়েছে তাঁর। সেখানে জমির পাট্টা বিলি হবে। মমতার কথায়, “বুধবার জলপাইগুড়ি যাব। ১১ হাজার পাট্টা প্রস্তুত রয়েছে। তা দিয়ে দেব। তারপরের দিন কলকাতায় ফিরব।”

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.