কলকাতা: আজ, শনিবার কালীঘাটের বাড়িতে বৈঠকে বসছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। দলীয় সূত্রে খবর, এ দিন বিকেল ৪টে নাগাদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে হবে ওই বৈঠক।
তৃণমূল সূত্রে খবর, এ দিনের বৈঠকে ডাকা হয়েছে এ বারের লোকসভা ভোটের সমস্ত প্রার্থী, রাজ্যসভার সাংসদ, জেলা সভাপতি, ভোটের দায়িত্বপ্রাপ্ত নেতাদের।
গত ৪ জুন ফল প্রকাশিত হয় লোকসভা ভোটের। রাজ্যের ৪২টি আসনের মধ্যে ২৯টিতে জিতেছেন তৃণমূল প্রার্থীরা। যেখানে, গত ২০১৯ সালের লোকসভা ভোটে ২২-এ থামতে হয়েছিল তৃণমূলকে। তবে, এ বার আসন সংখ্যা বাড়লেও কয়েকটি প্রত্যাশিত আসনে তৃণমূলকে হারতে হয়েছে বলে মনে করেন দলীয় নেতৃত্ব। নতুন বুঝিয়ে দেওয়ার পাশাপাশি এ দিনের বৈঠকে সেসব বিষয় নিয়েও আলোচনা হতে পারে বলে সূত্রের খবর।
এ দিনের বৈঠকে মমতা ছাড়াও এ দিনের বৈঠকে উপস্থিত থাকবেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, সুব্রত বক্সীর মতো নেতারা।