প্রথম পাতা খবর জোশীমঠের মতো বিপর্যয় নেমে আসতে পারে রানিগঞ্জেও, আশঙ্কা প্রকাশ মমতার

জোশীমঠের মতো বিপর্যয় নেমে আসতে পারে রানিগঞ্জেও, আশঙ্কা প্রকাশ মমতার

402 views
A+A-
Reset

কলকাতা: মঙ্গলবার দুপুরে মেঘালয় রওনা হওয়ার আগে সাংবাদিকদের মুখোমুখি হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিমানবন্দরে জোশীমঠ নিয়ে তাঁকে প্রশ্ন করেন সাংবাদিকরা। জবাবে মুখ্যমন্ত্রী আশঙ্কা প্রকাশ করে বলেন, ‘‌জোশীমঠের মতো অবস্থা হতে পারে রানিগঞ্জেরও’।

রানিগঞ্জ নিয়ে এই আশঙ্কার কথা শুনিয়ে মমতা বলেন, ‘অত্যন্ত বিপজ্জনক পরিস্থিতি জোশীমঠে। আগে বন্দোবস্ত করলে এই দিন দেখতে হত না। একই অবস্থা রানিগঞ্জে। গত ১০ বছর ধরে এটা নিয়ে কেন্দ্রীয় সরকারের সঙ্গে আমরা লড়াই করছি। যে টাকা দেওয়ার কথা ছিল, কিছুই দেয়নি’।

তিনি আরও জানান, ‘পরিত্যক্ত খনিগুলির দিকে নজর দেওয়া এবং ধস কবলিত এলাকার বাসিন্দাদের পুনর্বাসন দেওয়ার কথা বলেছি। কিন্তু কেন্দ্র কর্ণপাত করে না। আমরা নিজেদের টাকা দিয়ে যতটা সম্ভব এলাকার উন্নয়নের চেষ্টা করেছি। বিপদ আসলে একসঙ্গে ২০–৩০ হাজার মানুষ তাতে পড়বে।’‌

 মুখ্যমন্ত্রীর কথায়, ‘এখানেও আমার ধারণা সাধারণ মানুষের কোনও দোষ থাকবে না। যদি কোনও বিপর্যয় হয়, সরকারকেই তার দায় নিতে হবে।’

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.