প্রথম পাতা খবর ‘রাজ্যের কাজ করে কেন্দ্রের হারে ডিএ নেবেন, তা তো হয় না!’, আন্দোলনকারীদের বার্তা মুখ্যমন্ত্রীর

‘রাজ্যের কাজ করে কেন্দ্রের হারে ডিএ নেবেন, তা তো হয় না!’, আন্দোলনকারীদের বার্তা মুখ্যমন্ত্রীর

223 views
A+A-
Reset

কলকাতা: বকেয়া মহার্ঘ ভাতা (ডিএ)-র দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন রাজ্য সরকারি কর্মচারীরা। মঙ্গলবার আলিপুর জাজেস কোর্টে এক অনুষ্ঠানে গিয়ে ডিএ নিয়ে আন্দোলনকারীদের বার্তা মুখ্যমন্ত্রীর। এ দিন তিনি বলেন, “রাজ্যের কাজ করবেন, আর কেন্দ্রের হারে ডিএ নেবেন, তা তো হয় না”!

ডিএ নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “রাজ্য সরকারের পে কমিশন, রাজ্যের নিয়ম অনুযায়ী চলে। ষষ্ঠ কমিশনের সুপারিশ অনুযায়ী টাকা দিয়েছি আমরা। কিন্তু আপনারা যদি বলেন, রাজ্যের কাজ করবেন, আর কেন্দ্রের হারে ডিএ নেবেন, তা তো হয় না! কেন্দ্রের স্কুলের বেতন আলাদা, রাজ্যের আলাদা। দুই সরকারের পরিকাঠামো আলাদা। আমার ক্ষমতা থাকলে অবশ্যই ভালবেসে দিই। নিশ্চয়ই দিই। সিপিএম ৩৩ শতাংশ দিয়েছিল। আমরা ১০৬ শতাংশ দিয়েছি। ২০১৯-এ ষষ্ঠ কমিশনের সুপারিশের সবটাই দিয়েছি”।

তিনি আরও বলেন, “আমি কারও অধিকার কাড়ার পক্ষে নই। আমি অধিকার দেওয়ার পক্ষে। যেটা ন্যায্য অধিকার সেটা আমরা দেওয়ার চেষ্টা করি। কেন্দ্র সরকার আর রাজ্য সরকারের আর্থিক কাঠামো আলাদা। কেন্দ্রের কাছে রিজার্ভ ব্যাঙ্ক আছে, আমাদের নেই। আমাদের টাকা ছাপার অধিকার নেই। আগে আমরা অনেকরকম কর তুলতে পারতাম। এখন একটাই কর জিএসটি। সব টাকা তুলে নিয়ে যাচ্ছে কেন্দ্র। আমাদের এতে লোকসান হচ্ছে”।

তাঁর আরও বক্তব্য, “আমরা ১ তারিখে মাইনে দিই। পেনশনটাও দিই। যে সরকার এত মানবিক, সেই সরকারকে নিয়ে ভাববেন না”।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.