কলকাতা: সেমিকন্ডাক্টর শিল্পে বড় পদক্ষেপ নিতে চলেছে পশ্চিমবঙ্গ, যা রাজ্যের অর্থনীতি এবং কর্মসংস্থানে বিপুল পরিবর্তন আনবে বলে আশাবাদী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার আমেরিকার কনসাল জেনারেলের সঙ্গে এক বৈঠক শেষে সাংবাদিক সম্মেলনে এই ঘোষণা করেন তিনি। বৈঠকে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন মুখ্যসচিব মনোজ পন্থ ও আলাপন বন্দ্যোপাধ্যায়।
মমতা বন্দ্যোপাধ্যায় জানান, সেমিকন্ডাক্টর খাতে বিনিয়োগ আনতে রাজ্য সরকার ইতিমধ্যেই প্রস্তুতি সম্পন্ন করেছে। রাজ্যে প্রচুর জমি প্রস্তুত করে রাখা হয়েছে এবং সেখানে সেমিকন্ডাক্টর প্ল্যান্ট স্থাপনের পরিকল্পনা চলছে। “আমরা জমি তৈরি করে রেখেছি, এবং বিনিয়োগকারীরা ইতিমধ্যে জমি দেখেও গেছেন,” বলেন মুখ্যমন্ত্রী।
সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমেরিকা সফরে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে সেমিকন্ডাক্টর প্ল্যান্ট তৈরি নিয়ে আলোচনা হয়েছে। তারই ফলস্বরূপ এই পদক্ষেপ বাংলায় শুরু হচ্ছে।
মুখ্যমন্ত্রী আরও জানান, দুবাইয়ের লুলু গ্রুপও বাংলায় বিনিয়োগের পরিকল্পনা করেছে এবং তাদের জন্যও জমি দেখানো হয়েছে। এই উদ্যোগকে বিশ্বমানের হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে বলে তিনি আশাবাদী। “আমাদের মেধাবী ছেলে-মেয়েরা অত্যন্ত দক্ষ। আমরা আশা করছি, জানুয়ারির মধ্যে একটি রোডম্যাপ তৈরি করা হবে, যা বিজিবিএস-এর (বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট) আগেই প্রকাশ করা হবে। এটি বাংলার জন্য একটি বড় সাফল্য হবে,” বলেন মমতা।
ওয়েবেলের আইটি বিভাগ গত তিন বছর ধরে এই প্রকল্পে কাজ করছে বলেও জানান মুখ্যমন্ত্রী। তিনি আরও বলেন, “এই উদ্যোগ বাংলার জন্য গর্বের, এবং এর ফলে প্রচুর কর্মসংস্থান হবে।”
এই নতুন বিনিয়োগ এবং প্রযুক্তিগত উন্নয়নের মাধ্যমে পশ্চিমবঙ্গ সেমিকন্ডাক্টর শিল্পে গুরুত্বপূর্ণ অবস্থান দখল করতে পারবে বলে মনে করছেন বিশ্লেষকরা।