প্রথম পাতা খবর চরম অসৌজন্যতা কেন্দ্রের, উদ্বোধনের একদিন আগে আমন্ত্রণ মুখ্যমন্ত্রীকে

চরম অসৌজন্যতা কেন্দ্রের, উদ্বোধনের একদিন আগে আমন্ত্রণ মুখ্যমন্ত্রীকে

328 views
A+A-
Reset

শিয়ালদহ মেট্রো নিয়ে চরম অসৌজন্যতা কেন্দ্রের। সোমবার ইস্ট–ওয়েস্ট মেট্রো প্রকল্পে সল্টলেকের সেক্টর ফাইভ থেকে শিয়ালদহ পর্যন্ত প্রকল্পের উদ্বোধন হবে। শিয়ালদহ মেট্রো প্রকল্পের উদ্বোধনে একদিন আগে আমন্ত্রণ জানানো হল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। সোমবার শিয়ালদহ মেট্রো স্টেশনের উদ্বোধন করবেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানিই। বিকেল পাঁচটা নাগাদ হবে উদ্বোধন।

রেলের তরফে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তাতে জানা গিয়েছে আগামীকাল শিয়ালদহ মেট্রোর উদ্বোধনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মেয়র ফিরহাদ হাকিম-সহ স্থানীয় সাংসদ এবং বিধায়কদের আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইস্ট-ওয়েস্ট মেট্রো রুটের মধ্যে থাকা হাওড়া এবং শিয়ালদহ অঞ্চলের সব সাংসদ এবং বিধায়কদেরকেই আমন্ত্রণ জানানো হবে।

আরও পড়ুন: তৃণমূলে দায়িত্ব আরও বাড়ল বাবুল সুপ্রিয়র

প্রাথমিকভাবে রেলের যে সিদ্ধান্ত হয় সেখানে প্রজেক্ট অঞ্চলের জনপ্রতিনিধিদের আমন্ত্রন জানানো হয়। সেই হিসেবে সুদিপ বন্দ্যোপাধ্যায় এবং পরেশ পালকে আমন্ত্রন জানানোর সিদ্ধান্ত নেওয়া হয়। উদ্বোধনের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানানো হবে না। এই কথা জানতে পেরে ক্ষোভ উগড়ে দেন তৃণমূল কংগ্রেসের নেতা–মন্ত্রীরা। বাংলার মানুষও ভাল চোখে দেখছেন না বলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট হয় নানা কথা। তখন চাপে পড়ে যায় মেট্রো কর্তৃপক্ষ।

 কলকাতার মেয়র ফিরহাদ হাকিম ক্ষোভের সুরে বলেন, ‘বাংলার মানুষকে এভাবে বোকা বানানো যায় না। বাংলার মানুষ জানেন, এই মেট্রো প্রকল্প মমতাদির পরিকল্পনা। উনিই প্রকল্প অনুমোদন করেছিলেন। তখন মমতাদি রেলমন্ত্রী। আর মেট্রোর কাজে প্রতি পদক্ষেপে সহযোগিতা করেছে রাজ্য সরকার। জমি দেওয়া থেকে শুরু করে সব ক্ষেত্রেই রাজ্য সরকার সহযোগিতা করেছে। তার পরেও সৌজন্যবোধের এমন অভাব?

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.