প্রথম পাতা খবর এসআইআর শুনানিতে প্রযুক্তির দাপট, ক্ষোভ মমতার, ফের জ্ঞানেশকে চিঠি

এসআইআর শুনানিতে প্রযুক্তির দাপট, ক্ষোভ মমতার, ফের জ্ঞানেশকে চিঠি

15 views
A+A-
Reset

মাঝে মাত্র পাঁচ দিনের ব্যবধান। আবারও এসআইআর শুনানি পর্বের পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার-কে চিঠি পাঠালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চিঠির শুরুতেই তিনি জানান, যে ভাবে নির্বাচন কমিশন এসআইআরের কাজ চালাচ্ছে, তাতে তিনি স্মম্ভিত ও বিরক্ত। তাঁর অভিযোগ, গোটা প্রক্রিয়াটি চলছে সম্পূর্ণ প্রযুক্তিনির্ভর ও তথ্যগত ত্রুটির ভিত্তিতে

মুখ্যমন্ত্রীর দাবি, এই শুনানিতে সাধারণ বুদ্ধি প্রয়োগ করে খতিয়ে দেখার কোনও চেষ্টা নেই। বাস্তব পরিস্থিতি যাচাই না করেই নোটিস পাঠানো হচ্ছে। আর সেই কারণেই নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন, বিশিষ্ট কবি জয় গোস্বামী কিংবা বিশ্বকাপজয়ী ক্রিকেটার মহম্মদ শামি-র মতো সমাজের বিশিষ্ট ব্যক্তিরাও এই শুনানির নোটিস পাচ্ছেন।

চিঠিতে স্পষ্ট ভাষায় মুখ্যমন্ত্রী লিখেছেন, এই ধরনের পদক্ষেপ কাম্য নয়। তাঁর মতে, এটি শুধু অসংবেদনশীলই নয়, বরং বাস্তব পরিস্থিতি সম্পর্কে অনভিজ্ঞতার প্রকাশ। এতে সাধারণ মানুষের পাশাপাশি সমাজে অবদান রাখা মানুষদেরও অযথা হয়রানির মুখে পড়তে হচ্ছে।

চিঠির শেষে মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, “জানি, আপনি হয়তো এই চিঠির জবাব দেবেন না। তবু বিস্তারিত জানানো আমার কর্তব্য।” এই মন্তব্য ঘিরে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.