প্রথম পাতা খবর ছাত্রছাত্রীদের স্মার্টফোন বিতরণ অনুষ্ঠানে নিয়োগ দুর্নীতির প্রসঙ্গে বিরোধীদের এক হাত নিলেন মমতা

ছাত্রছাত্রীদের স্মার্টফোন বিতরণ অনুষ্ঠানে নিয়োগ দুর্নীতির প্রসঙ্গে বিরোধীদের এক হাত নিলেন মমতা

294 views
A+A-
Reset

কলকাতা: সোমবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ছাত্রছাত্রীদের মধ্যে স্মার্টফোন বিতরণ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর মুখে উঠে এল নিয়োগ দুর্নীতির প্রসঙ্গ। শুধরে নেওয়ার বার্তাও দিলেন তিনি।

বিরোধীদের আক্রমণের পথে হেঁটে মুখ্যমন্ত্রী বলেন, “ছাত্রছাত্রীদের সামনে আমার বলতে খারাপ লাগছে। আমি দুঃখিত। কিন্তু কিছু লোক যারা বাংলাকে ভালোবাসে না। সারাক্ষণ কুৎসা-চক্রান্ত – অপপ্রচার”।

তাঁর কথায়, “আমাদের সময়ে, প্রাইমারি ও আপার প্রাইমারি, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক, মাদ্রাসা, টেকনিক্যাল এডুকেশনে শিক্ষক ও অশিক্ষক কর্মচারী মিলিয়ে ২ লক্ষ ৫৩ হাজার জনের বেশি নিয়োগ হয়েছেন। যাঁদের মধ্যে শুধুমাত্র দেড় লক্ষ শিক্ষক নিয়োগ হয়েছেন। ১০ হাজার অধ্যাপক এবং প্রিন্সিপাল নিয়োগ হয়েছেন। ফলে যাঁরা শিক্ষা নিয়ে শুধু সমালোচনা করেন, তাঁদের বলব, দেখুন কাজ করতে গেলে কেউ যদি ভুল করে, সেটাকে শুধরে নেওয়া দরকার। কাজ করতে গেলে ভুল তো হয়। রাস্তায় হাঁটতে গেলে হোঁচট খেতে হয়। ফলে কেউ ভুলভ্রান্তি করলে, শুধরে নেওয়া হবে। কিন্তু কিছু লোক, যাঁরা বাংলাকে ভালোবাসে না, তাঁরা সারাক্ষণ কুৎসা, অপপ্রচার করছে। তাদের কাজ, সারাক্ষণ তৃণমূলের বিরুদ্ধে কী বলা যায়”।

এমন পরিস্থিতি তাঁর পরামর্শ, “নিজের বুদ্ধি অ্যাপ্লাই করবেন। মাথায় রাখবেন, সব তথ্য সত্য নয়। তথ্য় ভালো করে যাচাই করে নেবেন। সবসময় চেষ্টা করবেন, পজিটিভ করার জন্য। আমাদের ব্রেনে অনেক সেল আছে। আমরা রাগারাগি, ঝগড়া করলে অনেক সেল নষ্ট হয়ে যায়। আজ পর্যন্ত ব্রেনে কত সেল আছে কেউ জানে না। তাই আমরা যত ভালো ভাবব, করব…ততই ভালো”।

উল্লেখ্য, রাজ্যের দ্বাদশ শ্রেণিতে পাঠরত সমস্ত ছাত্রছাত্রীকে সরকার স্মার্টফোন কেনার জন্য এককালীন ১০,০০০ টাকা করে অনুদান দিল এ দিন। মমতা জানান, এখনো পর্যন্ত ১৭ লক্ষ ছাত্রছাত্রীকে এই টাকা দিয়েছে তাঁর সরকার। তিনি আরও বলেন, “আমরা ৮০ লক্ষের বেশি ছাত্রীকে কন্যাশ্রী দিয়েছি। ইতিমধ্যে ১ কোটি ৪ লক্ষ সবুজসাথী সাইকেল দেওয়া হয়েছে। ৩ কোটি ৭ লক্ষ ঐক্যশ্রী স্কলারশিপ পেয়েছে। ১ কোটি ১০ লক্ষ্য শিক্ষাশ্রী। আর সাধারণ শ্রেণির ১৫ লক্ষ পেয়েছে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ। ১০ লক্ষ টাকার স্টুডেন্ট ক্রেডিট কার্ড পেয়েছেন ৩৬ হাজার পড়ুয়া”।

আরও পড়ুন: গোলাপ, শুভেচ্ছা কার্ড হাতে শুভেন্দুর বাড়ির সামনে তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.