প্রথম পাতা খবর বিধান রায়ের রেকর্ড ভাঙলেন মমতা, দ্বিতীয় সর্বাধিক মেয়াদের মুখ্যমন্ত্রী এখন তৃণমূল নেত্রী

বিধান রায়ের রেকর্ড ভাঙলেন মমতা, দ্বিতীয় সর্বাধিক মেয়াদের মুখ্যমন্ত্রী এখন তৃণমূল নেত্রী

9 views
A+A-
Reset

বাংলার রাজনৈতিক ইতিহাসে নতুন সংযোজন। স্বাধীনতা-পরবর্তী যুগে দীর্ঘ সময় মুখ্যমন্ত্রী পদে ছিলেন বিধানচন্দ্র রায়। এবার তাঁর সেই রেকর্ড ভাঙলেন বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

১৯৪৮ সালের ২৩ জানুয়ারি থেকে ১৯৬২ সালের ১ জুলাই পর্যন্ত মোট ১৪ বছর ১৫৯ দিন মুখ্যমন্ত্রীর পদে ছিলেন ভারতরত্ন বিধানচন্দ্র রায়। আর সোমবার, সেই রেকর্ড অতিক্রম করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে তাঁর ১৪ বছর ১৬০ দিন পূর্ণ হলো।

২০১১ সালের ২০ মে প্রথমবার বিধানসভা নির্বাচনে জিতে মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছিলেন তৃণমূলনেত্রী। ৩৪ বছরের বাম শাসনের অবসান ঘটিয়ে বাংলার রাজনীতিতে এক ঐতিহাসিক পরিবর্তন এনেছিলেন তিনি। তারপর ২০১৬ ও ২০২১ সালে পরপর তিনবার সরকার গঠন করে রেকর্ড গড়েছেন তৃণমূল নেত্রী।

এই রেকর্ডের ফলে মমতা বন্দ্যোপাধ্যায় এখন জ্যোতি বসুর পরে দ্বিতীয় দীর্ঘতম সময়ের মুখ্যমন্ত্রী। বামফ্রন্ট যুগের কিংবদন্তি নেতা জ্যোতি বসু মুখ্যমন্ত্রী ছিলেন ১৯৭৭ থেকে ২০০০ সাল পর্যন্ত — প্রায় ২৩ বছর।

রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মেয়াদ শুধু সময়ের নয়, এক রাজনৈতিক ধারাবাহিকতারও প্রতীক। বিরোধী রাজনীতি থেকে শুরু করে প্রশাসনের নেতৃত্ব — দুই ক্ষেত্রেই তিনি নিজের অবস্থান দৃঢ় করেছেন।

তৃণমূল শিবিরে স্বাভাবিকভাবেই উৎসবের আবহ। দলের একাংশের দাবি, “এটা শুধু সময়ের রেকর্ড নয়, বাংলার উন্নয়ন ও সামাজিক ন্যায়বিচারের প্রতীকও।”

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.