শিক্ষকদিবসের প্রাক্কালে শিক্ষকদের শুভেচ্ছা জানিয়ে রাজ্যে শিক্ষক নিয়োগ প্রসঙ্গে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, বর্তমানে মোট ৫৬ হাজার শিক্ষক শূন্যপদ রয়েছে। এর মধ্যে ৩৫,৭২৬টি পদের জন্য বিজ্ঞাপন প্রকাশিত হয়েছে, তবে এখনও প্রায় ২১ হাজার পদ খালি।
মুখ্যমন্ত্রী বলেন, “আমরা নিয়োগ করতে চাই। কিন্তু আইনের জটিলতায় হচ্ছে না। আদালতকে দোষ দেব না, আমাদেরই মধ্যে কিছু কিছু লোকের কারণে এই অবস্থা। অনেকের ভবিষ্যৎ নষ্ট হয়ে গেল। যাঁরা চাকরি করতেন, যাঁরা ‘আনটেন্টেড’, তাঁদের জন্য বয়সসীমা বৃদ্ধির কথা ভাবা হয়েছে। যাতে তাঁরা আবার পরীক্ষা দিয়ে চাকরিতে ফিরতে পারেন।”
তিনি আরও যোগ করেন, “১০ বছর শিক্ষক হিসেবে কাজ করার পরেও যাঁদের আজ অযোগ্য বলা হচ্ছে, তাঁদের বিষয়ে আইনত আলোচনা চলছে। হয়তো তাঁরা শিক্ষক হতে পারবেন না, কিন্তু তাঁদের গ্রুপ সি-র চাকরি দেওয়ার ব্যবস্থা করতে চাই। হতাশ হওয়ার কিছু নেই, কারণ আমাদের সরকার মানবিক সরকার, রাজনীতি নয়, মানুষের কথা ভেবেই কাজ করি।”
পুরস্কার বিতরণী অনুষ্ঠানএই দিনই মুখ্যমন্ত্রী শিক্ষাক্ষেত্রে কৃতিত্বের জন্য সেরা ১২টি স্কুলকে সম্মানিত করেন। পাশাপাশি ৭৩ জন শিক্ষক-শিক্ষিকাকে ‘শিক্ষারত্ন’ পুরস্কার দেওয়া হয়। পুরস্কৃতদের মধ্যে ৩৯ জন স্কুলশিক্ষক, ২১ জন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, এবং ১৩ জন ভোকেশনাল ও আইআইটি বিষয়ক শিক্ষক রয়েছেন। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তাঁদের হাতে মানপত্র, শাল, ঘড়ি, স্মারক, বই এবং নগদ ₹২৫,০০০ টাকা তুলে দেন।