প্রথম পাতা খবর বিধানসভায় বিরোধীদের বিরুদ্ধে তোপ, জঙ্গি যোগের অভিযোগ প্রমাণ হলে পদত্যাগের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

বিধানসভায় বিরোধীদের বিরুদ্ধে তোপ, জঙ্গি যোগের অভিযোগ প্রমাণ হলে পদত্যাগের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

259 views
A+A-
Reset

কলকাতা: বিধানসভায় বিরোধী দলের তীব্র আক্রমণের মুখে পাল্টা জবাব দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার অধিবেশনে তিনি বলেন, বিরোধীরা তাঁর বিরুদ্ধে কাশ্মীর ও বাংলাদেশি জঙ্গিদের সঙ্গে সম্পর্ক থাকার অভিযোগ তুলছে। এই মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়ে মুখ্যমন্ত্রী দাবি করেন, যদি এই অভিযোগ প্রমাণ করা যায়, তাহলে তিনি একদিনের মধ্যেই মুখ্যমন্ত্রিত্ব ছেড়ে দেবেন।

বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “আমাকে বলা হচ্ছে, আমি নাকি হিন্দুধর্মকে অপমান করি, মুসলিম লিগ করি। আরও বলা হচ্ছে, জম্মু-কাশ্মীরের জঙ্গিদের সঙ্গে আমার সম্পর্ক রয়েছে, বাংলাদেশি জঙ্গিদের সঙ্গেও সম্পর্ক রয়েছে। বাংলার মানুষকে বলব, যদি কেউ এটি প্রমাণ করতে পারেন, একদিনের মধ্যে মুখ্যমন্ত্রিত্ব ছেড়ে দেব।”

এছাড়াও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে তোপ দেগে মুখ্যমন্ত্রী বলেন, “আপনি বিধানসভায় যে ভাষা ব্যবহার করেছেন, যে অভিযোগ তুলেছেন, তা নিয়ে আমি প্রধানমন্ত্রীকে চিঠি লিখব। প্রধানমন্ত্রীকে জিজ্ঞাসা করব, তিনি কি মনে করেন আমি জঙ্গি?”

বিজেপির দিকে আক্রমণ শানিয়ে মমতা বলেন, “বাংলায় আমরা আছি বলেই সীমান্তে উত্তেজনা ছড়ানোর পরও রাজ্যে শান্তি বজায় রয়েছে। সর্বধর্মের মানুষের অবদানেই এই শান্তি রক্ষা করা সম্ভব হয়েছে। বিজেপি নেতারা সীমান্তে গিয়ে উসকানি দিয়েছেন, কিন্তু বাংলা দেশের মধ্যে, এটা ভুলে গেলে চলবে না।”

মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের পর রাজনৈতিক মহলে চাঞ্চল্য তৈরি হয়েছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এখনও পর্যন্ত এ নিয়ে পাল্টা প্রতিক্রিয়া দেননি।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.