কলকাতা: বুধবার থেকেই শহরের কালীপুজোর উদ্বোধন শুরু করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, আজ থেকেই কালীপুজোয় সশরীরে মণ্ডপ গিয়েই উদ্বোধন করবেন তিনি।
এবছর, কালীপুজো ১২ নভেম্বর অর্থাৎ রবিবার। তবে বিখ্যাত পুজোমণ্ডপগুলি আগে থেকেই খুলে দেওয়া হয় দর্শনার্থীদের জন্য। আর মুখ্যমন্ত্রীর হাত ধরেই তার সূচনা হবে আজ থেকেই।
জানা গিয়েছে, বিকেল ৫.৩০ নাগাদ জানবাজারের পুজো উদ্বোধন করবেন তিনি। এখান থেকেই উত্তর কলকাতার গিরিশ পার্কের সঞ্জয় বক্সীর পুজোর উদ্বোধন করবেন তিনি। পাশাপাশি দিল্লিতে বাংলার শাড়ির হাটের ভার্চুয়ালি উদ্বোধনও করবেন মমতা। এর পর তিনি যাবেন শেক্সপিয়র সরণি থানার উল্টোদিকে। এই পুজোও তিনি উদ্বোধন করবেন। তার পর সন্ধে ৬টা নাগাদ যাবেন হরিশ মুখার্জি রোডের ভেনাস ক্লাব। সেখান থেকে ইন্ডিয়া ক্লাব-সহ একাধিক পুজোর ভার্চুয়ালি উদ্বোধন করবেন বাংলার মুখ্যমন্ত্রী।