অভিষেক-সহ ১০ সাংসদকে নিয়ে বকেয়া আদায়ে মোদীর দরবারে মমতা!

নরেন্দ্র মোদী এবং মমতা বন্দ্যোপাধ্যায়। ফাইল ছবি

নয়াদিল্লি: বাংলার বকেয়া সংক্রান্ত দাবিদাওয়া নিয়ে বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার (২০ ডিসেম্বর) তাঁর সঙ্গে থাকবেন তৃণমূলের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। তৃণমূল সূত্রের খবর, মমতার সঙ্গে মোদীর কাছে যাবেন অভিষেক-সহ ১০ জন সাংসদ।

কেন্দ্রীয় প্রকল্পে বাংলাকে বঞ্চিত করার অভিযোগে, অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের নেতৃত্বে জল আগেই গড়িয়েছে দিল্লির দরজা পর্যন্ত। আর ফের একবার মুখোমুখি বৈঠকে বসতে চলেছেন প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী। আর সেই বৈঠকে উপস্থিত থাকবেন তৃণমূলের দশ জন সাংসদ। অভিষেক-সহ বৈঠকে থাকবেন ডেরেক ও’ব্রায়েন, সৌগত রায়, সুদীপ বন্দ্যোপাধ্যায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, কাকলি ঘোষ দস্তিদার, শতাব্দী রায়, প্রকাশ চিক বরাইক, সাজদা আহমেদ, প্রতিমা মণ্ডল।

দিল্লি যাওয়ার আগে কলকাতায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “বাংলায় ১০০ দিনের কাজের টাকা আটকে রেখেছে। গতবার কোনও টাকা দেয়নি। একমাত্র রাজ্য যাকে বঞ্চিত করা হচ্ছে। বাংলার বাড়ি প্রকল্পের সব টাকা বন্ধ করে দিয়েছে। কেন্দ্রের টাকা তো একার নয়। যে টাকা এখান থেকে তুলে নিয়ে যাওয়া হয় তাতে আমাদের যে শেয়ার আছে সেটা আমরা দিই, ওদের শেয়ারটা ওরা দেয়। বুধবার ১১টায় প্রধানমন্ত্রী সময় দিয়েছেন। কয়েকজন সাংসদ নিয়ে যাব।”

Related posts

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক