প্রথম পাতা খবর পুজোর আগেই ১০ হাজার টাকা করে পাবে ৯ লক্ষের বেশি পড়ুয়া, শিক্ষক দিবসে ঘোষণা মমতার

পুজোর আগেই ১০ হাজার টাকা করে পাবে ৯ লক্ষের বেশি পড়ুয়া, শিক্ষক দিবসে ঘোষণা মমতার

425 views
A+A-
Reset

কলকাতা: তরুণের স্বপ্ন প্রকল্পে পুজোর আগেই ট্যাব কেনার জন্য একাদশ-দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের অ্যাকাউন্টে ১০ হাজার টাকা করে দেওয়া হবে। মঙ্গলবার শিক্ষক দিবসের মঞ্চে দাঁড়িয়ে তৃণমূল সরকারের বিভিন্ন প্রকল্পের কথা বলতে গিয়ে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এ দিন শিক্ষক দিবসের অনুষ্ঠান মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, ৯ লক্ষ ৭৮ হাজার ১২ জনকে ১০ হাজার টাকা করে দেওয়া হবে। তাঁদের এই টাকা স্মার্টফোন বা ট্যাব কেনার কাজে লাগবে। গত তিন বছর ধরে এই টাকা দেওয়া হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায়, ‘আমরা ২৭ লক্ষ ছাত্র-ছাত্রীকে এই টাকা দিয়েছি। প্রতিবারই দেওয়া হয়। এতে ৩ হাজার ৭০০ কোটি টাকা খরচ হয়েছে। এই প্রকল্পের নাম তরুণের স্বপ্ন।’

মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘এই আইডিয়াটা এসেছিল কোভিড-এর সময় থেকে। স্টুডেন্ট ক্রেডিট কার্ড নিয়ে আমরা অনেক আবেদন পাচ্ছি। এখানে সরকার গ্যারান্টার। তাই আমি অনুরোধ করছি ব্যাঙ্কগুলিকে যাতে আবেদনপত্র তাড়াতাড়ি ক্লিয়ার করে দেওয়া হয়।’

কৈশোরের স্মৃতিচারণা করে মুখ্যমন্ত্রী আফসোস প্রকাশ করে বলেন, ‘আমাদের সময়ে তো এই সব প্রকল্পের সুবিধা ছিল না। ছোট বেলায় বাবা মারা গিয়েছিলেন। তাই হাতে খাতা কেনারও টাকাও থাকত না। টিউশনি করে নিজের পড়ার খরচ চালাতাম। তাই আমাদের সময়ে যে সুযোগ সুবিধা আমরা পাইনি, তা ওরা পাক, এটাই চাই।’

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.