প্রথম পাতা খবর প্রমাণ ছাড়াই ‘চুরি’র অভিযোগ, এ বার মানহানির মামলা করবেন মুখ্যমন্ত্রী

প্রমাণ ছাড়াই ‘চুরি’র অভিযোগ, এ বার মানহানির মামলা করবেন মুখ্যমন্ত্রী

250 views
A+A-
Reset

শ্রীরামপুর: রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অহেতুক ‘চুরি’র অভিযোগ। বিজেপি-সহ বিরোধীরা প্রায়শই এই ইস্যুতে তুলোধনা করে তৃণমূলকে। তবে এ বার আর কোনো ছাড় নয়। রাজনৈতিক অভিসন্ধি নিয়ে এ ধরনের মিথ্যে অভিযোগ করলে আদালতে মানহানির মামলা করার হুঁশিয়ারি দিলেন তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আজ, মঙ্গলবার শ্রীরামপুরের সভা থেকে সোমবার মামলা করার হুঁশিয়ারি দিয়েছেন মমতা। যাঁরা তথ্যপ্রমাণ ছাড়াই তৃণমূলকে ‘চোর’ বলছেন, তাঁদের তিনি ছেড়ে কথা বলবেন না। মানহানির মামলা করবেন। যে সব সংবাদমাধ্যমে কোনও প্রমাণ ছাড়া সেই সব দাবি ছেপে দেওয়া হচ্ছে, তাঁদের বিরুদ্ধেও ব্যবস্থা নেবেন।

তিনি বলেন, “রোজ বলছে তৃণমূল চোর। কোথায় চুরি করেছে? প্রমাণটা কোথায়? হাওয়া তুলে দিয়েছে। আমি তো যাচ্ছি মানহানির মামলা করতে। রোজ সংবাদমাধ্যমে উল্টোপাল্টা বলা! আমি নিজে মামলা করতে যাচ্ছি।আমি এবার আর ছাড়ার পাত্রী নই। আমি ধরব, ভাল করে আঁটোসাঁটো করে ধরব। আপনার নামে কোনও প্রমাণ নেই, তথ্য নেই। চোর বানিয়ে দেব।”

তিনি আরও বলেন, “জীবনে আমি এক কাপ চা কারও কাছ থেকে খাইনি। আমি ৭ বার সাংসদ ছিলাম, ৪ বার কেন্দ্রীয় মন্ত্রী ছিলাম, ৩ বার মুখ্যমন্ত্রী রয়েছি। ৭ বার সাংসদ হিসেবে আমি মাসে প্রায় দেড় লাখ টাকার মতো পেনশন পেতে পারি। আর মুখ্যমন্ত্রী হিসেবেও আমি কমপক্ষে দেড় লাখ টাকা পেতে পারি। কিন্তু মাসে সেই ৩ লাকা টাকা তিনি ১৩ বছর ধরে নিইনি। এ রকম কয়েক কোটি টাকা আমি নিইনি, আমার প্রয়োজন পড়ে না। আমার নিজের সাদা টাকা নিইনি। আমি বই লিখি, আমার ১৪০টি বই বেরিয়ে গিয়েছে। এমনকী সেই টাকাও তিনি নিজে না নিয়ে মানুষকে দিয়ে দিয়েছি।”

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.