প্রথম পাতা খবর শনিবার বীরভূম সফরে মমতা বন্দ্যোপাধ্যায়, ফের কোর কমিটিতে রদবদলের জল্পনা

শনিবার বীরভূম সফরে মমতা বন্দ্যোপাধ্যায়, ফের কোর কমিটিতে রদবদলের জল্পনা

467 views
A+A-
Reset

কলকাতা: শনিবার সন্ধ্যেবেলায় বীরভূমের উদ্দেশ্যে রওনা দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার সিউড়িতে সরকারি প্রশাসনিক সভায় যোগ দিয়ে ওই দিনই কলকাতায় ফিরে আসবেন তিনি।

মুখ্যমন্ত্রীর বীরভূম সফর যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। শনিবারের সাংগঠনিক বৈঠকে কোর কমিটিতে রদবদল করতে পারেন নেত্রী, এমন সম্ভাবনার কথা শোনা যাচ্ছে জেলার তৃণমূল মহলে।

বীরভূমে তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল তিহাড় জেলে বন্দি। তাঁর অনুপস্থিতিতে বীরভূমে তৃণমূলের সংগঠন চালাতে ন’সদস্যের একটি কোর কমিটি গড়ে দিয়েছিলেন সর্বোচ্চ নেত্রী। সম্প্রতি ন’জনের সেই কোর কমিটি ছাঁটাই করে পাঁচ সদস্যের করে দিয়েছিলেন। চন্দ্রনাথ সিনহা, রানা সিংহ, সুদীপ্ত ঘোষ, বিকাশ রায়চৌধুরী ও আশিস বন্দোপাধ্যায় এই নির্বাচন পরিচালনা করবেন। তবে নির্বাচন কমিটিতে ঠাঁই পাননি বীরভূম জেলা সভাধিপতি কাজল শেখ। তাঁকে নানুর ও কেতুগ্রামের দায়িত্ব দেওয়া হয়েছে।

তবে সামনে এখন লোকসভা ভোট। বলতে গেলে, অনুব্রতহীন বীরভূমে এই প্রথম বড় নির্বাচন। সেখানে সাংগঠনিক পরিস্থিতি ঠিক কেমন, তা নিয়ে একটি সংশয় রয়েছেই। ফলে বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখের ভাগ্যে শিকে ছিঁড়বে কি না, প্রশ্ন এখন সেটাও।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.