প্রথম পাতা খবর সাতাশে পা তৃণমূল কংগ্রেসের, শুভেচ্ছা জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়

সাতাশে পা তৃণমূল কংগ্রেসের, শুভেচ্ছা জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়

233 views
A+A-
Reset

কলকাতা: ২৬ পেরিয়ে ২৭ বছরে পদার্পণ করল শাসকদল তৃণমূল কংগ্রেস। বুধবার, তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে রাজ্য জুড়ে পালিত হচ্ছে নানা কর্মসূচি। সকালে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এ দিন সকালে তৃণমূল ভবনে দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনটি শুরু করবেন। এ ছাড়া, রাজ্যের বিভিন্ন এলাকায় তৃণমূল কর্মী-সমর্থকেরা প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বিশেষ কর্মসূচির আয়োজন করেছেন।

সোশ্যাল মিডিয়ায় মুখ্যমন্ত্রী লেখেন, “সর্বপ্রথম আপনাদের সকলকে জানাই ইংরেজি নববর্ষের আন্তরিক শুভনন্দন। এর পাশাপাশি আজকে আমাদের দলের প্রতিষ্ঠা দিবসও। এই বছরে দলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আমার লেখা ও সুর করা একটি গান আপনাদের সঙ্গে ভাগ করে নিলাম। গানটি গেয়েছেন প্রথিতযশা সঙ্গীতশিল্পী শ্রী ইন্দ্রনীল সেন”।

একই সঙ্গে তিনি লেখেন, “বাংলার মানুষের স্বার্থের জন্য আমাদের লড়াই চলছে এবং আগামী দিনেও চলবে”।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.