প্রথম পাতা খবর বিজেপি শাসিত রাজ্যে বাঙালিদের হেনস্তার প্রতিবাদে ১৬ জুলাই মমতা বন্দ্যোপাধ্যায়ের মিছিল, কর্মসূচি জেলা ও দিল্লিতেও

বিজেপি শাসিত রাজ্যে বাঙালিদের হেনস্তার প্রতিবাদে ১৬ জুলাই মমতা বন্দ্যোপাধ্যায়ের মিছিল, কর্মসূচি জেলা ও দিল্লিতেও

313 views
A+A-
Reset

ভিনরাজ্যে বাঙালিদের উপর অত্যাচারের প্রতিবাদে এবার সরাসরি পথে নামছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ১৬ জুলাই, দুপুর ১টায় কলেজ স্কোয়ার থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত হবে তৃণমূলের প্রতিবাদ মিছিল। একই দিনে রাজ্যের প্রতিটি জেলাতেও বেলা ২টো থেকে ৪টে পর্যন্ত পালিত হবে বিক্ষোভ কর্মসূচি। দিল্লিতেও থাকছে তৃণমূলের প্রতিবাদ।

রবিবার তৃণমূল নেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এক সাংবাদিক বৈঠকে জানান, বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাঙালিদের লাগাতার হেনস্তার শিকার হতে হচ্ছে। কখনও বিদ্যুৎ ও জলের সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হচ্ছে, আবার কখনও বাংলা ভাষা বলার কারণে অমানবিক আচরণের শিকার হচ্ছেন প্রবাসী বাঙালিরা। ওড়িশা, দিল্লির জয়হিন্দ কলোনিসহ একাধিক স্থানে এমন ঘটনার অভিযোগ উঠেছে বলে জানান তিনি।

চন্দ্রিমা বলেন, “এ কোন দেশ? বাঙালি মানেই যেন দ্বিতীয় শ্রেণির নাগরিক! এমন চিত্র বিজেপি শাসিত বহু রাজ্যে। বাংলার মানুষের উপর এ অত্যাচার আমরা মেনে নেব না। কেন্দ্র সরকার নীরব থেকে এই ঘটনা প্রশ্রয় দিচ্ছে।”

এক্স হ্যান্ডলেও কিছুদিন আগে মমতা বন্দ্যোপাধ্যায় এই ইস্যুতে ক্ষোভ প্রকাশ করেছিলেন। এবার তিনি নিজেই নেতৃত্ব দেবেন রাজপথের প্রতিবাদে। হাওড়া, ভাঙড়, দমদম, সল্টলেক-সহ বিভিন্ন জায়গা থেকে হাজার হাজার তৃণমূল কর্মী-সমর্থক এই প্রতিবাদ কর্মসূচিতে যোগ দেবেন।

চন্দ্রিমা ভট্টাচার্য আরও বলেন, “এনআরসি আতঙ্কের মধ্যেও আমরা পাশে ছিলাম সাধারণ মানুষের। এবারও বাংলার আত্মমর্যাদার পক্ষে, বাঙালির নিরাপত্তার দাবিতে আমরা একজোট হব।”

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.