কেন্দ্রের রিপোর্ট অনুযায়ী ২০২১ থেকে ২০২২ এ্য অর্থবর্ষে পশ্চিমবঙ্গে ১০০ দিনের কাজ প্রকল্পে সবথেকে বেশি কর্মসংস্থান হয়েছে। যা দেশে সব রাজ্যগুলির মধ্যে বাংলাকে এগিয়ে রেখেছে। এই এক বছরে ১০০ দিনের কাজ বা মনরেগা প্রকল্পে(MGNREGA) প্রায় এক কোটি এক লক্ষ মানুষ কাজ পেয়েছে ।
দেশে ২০২০ সালে যখন করোনার সংক্রমণ ছড়াতে শুরু করল, তখন লকডাউন ঘোষণার পর বহু পরিযায়ী শ্রমিকের কাজ হাতছাড়া হয়ে গিয়েছিল। রুজি-রোজগার বন্ধ হয়ে যাওয়ায় কর্মস্থল থেকে পায়ে হেঁটে বাড়ি ফেরার সিদ্ধান্ত নিয়েছিল পরিযায়ী শ্রমিক।
সেই সময়ে তাদের পাশে গিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। নবান্নে তরফ থেকে প্রত্যেক জেলা প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছিল যাতে পরিযায়ী শ্রমিকরা কাজ পায়। তাদের জন্যই ফের ১০০ দিনের কাজ প্রকল্প শুরু করা হয়। রাজ্য সরকারের সেই পদক্ষেপ সত্যি সফল হয়। এমনকি রাজ্যের সাফল্যকে স্বীকৃতি দিল কেন্দ্রও সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের তরফ থেকে রবিবার কেন্দ্রের একটি রিপোর্ট প্রকাশ করা হয়। সেখানেই দেখা যায় বর্তমানে দেশে ১০০ দিনের কাজের মধ্যে কর্মসংস্থানের নিরিখে শীর্ষে অবস্থান করছে পশ্চিমবঙ্গ।