বীরভূম জেলা সভাপতি পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে অনুব্রত মণ্ডলকে। তবে তাতে দমে যাননি ‘কেষ্ট’। রবিবার বোলপুরে দলের কোর কমিটির বৈঠকে নিজে উপস্থিত থেকে কার্যত বুঝিয়ে দিলেন, দল থেকে এখনও পুরোপুরি ছিটকে যাননি তিনি।
বৈঠকে উপস্থিত ছিলেন অনুব্রত মণ্ডল, কাজল শেখ, আশিস বন্দ্যোপাধ্যায়, বিকাশ রায়চৌধুরী, অভিজিৎ সিংহ, সুদীপ্ত ঘোষ প্রমুখ। অনুপস্থিত ছিলেন চন্দ্রনাথ সিনহা ও শতাব্দী রায়।
কোর কমিটির বৈঠক চলাকালীনই অনুব্রত মণ্ডলের ফোনে আসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কল। কোর কমিটির সদস্য বিকাশ রায় চৌধুরীর কথায়, “দিদির ফোনে কেষ্ট আরও উজ্জীবিত হন। মুখ্যমন্ত্রী তাঁকে কোর কমিটির বৈঠক ডাকতে বললেও তিনি বলেন, আশিস বন্দ্যোপাধ্যায় ডাকবেন। পরে তাঁদের মধ্যে ফের কথা হয়।”
বৈঠকে সিদ্ধান্ত হয়, অনুব্রতের আগেই ঘোষিত কর্মসূচি নিয়ম মেনে চলবে। মাসে দু’বার কোর কমিটির বৈঠক হবে। সোশ্যাল মিডিয়ায় নেতাদের বিরুদ্ধে কর্মীদের মন্তব্য নজরে রাখার কথাও হয়। প্রয়োজনে ব্যবস্থা নেওয়ারও ইঙ্গিত মিলেছে।
কাজল শেখ বলেন, “আজকের বৈঠক ১০০ শতাংশ সফল। দলের সাংগঠনিক কাজ এখন থেকে কোর কমিটির সিদ্ধান্ত অনুযায়ী চলবে।”
দলের সর্বোচ্চ নেতৃত্বের ‘বিশ্বাস’ এখনও আছে কি না, তা নিয়ে জল্পনা থাকলেও, বীরভূমে অনুব্রতের প্রভাব যে শেষ হয়নি, রবিবারের বৈঠকে তারই ইঙ্গিত মিলল।