ডেস্ক: ২০২০ সাল থেকে পুর নির্বাচন করা হয়নি। যদিও তৃণমূলের দাবি করোনার কারনে তা করে ওঠা সম্ভব হয়নি। যদিও অবশেষে পুর নির্বাচন করা নিয়ে উদ্যোগী রাজ্য সরকার।মুখ্যমন্ত্রীর মুখে এ কথা শোনার পরই তীব্র প্রতিক্রিয়া দিয়েছে বিজেপি।
দীর্ঘ সময় কেটে গেলেও রাজ্যে পুরভোটের বালাই নেই। যা নিয়ে বারংবার প্রশ্ন উঠতে শুরু করেছে ২০১৯ সাল থেকেই। কারণ ২০১৮ সালেই রাজ্যের বেশিরভাগ পুরসভার মেয়াদ ফুরিয়ে গিয়েছে। তার পর থেকে পুরভোট ভেঙে দিয়ে সেখানে প্রশাসক এবং প্রশাসনিক বোর্ড নিয়োগ করা হয়েছে। কিন্তু সেই বোর্ড নিয়েও ব্যাপক রাজনীতিকরণ হয়েছে বলে দাবি বিজেপি ও সিপিএম-সহ বাকি বিরোধীদের।
আরও পড়ুন: ‘রাজ্য কতবার ভাসবে? প্রধানমন্ত্রীকে চিঠি লিখব’, তোপ মমতার
আজ শনিবার সংবাদমাধ্যমের মুখোমুখি হন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি ইঙ্গিত দেন, চলতি বছরের শেষেই হতে পারে সেই পুরভোট। তাঁর মতে, “অক্টোবরের শেষে উপনির্বাচন মিটলে অন্যান্য ভোটের ব্যবস্থাও তো করতে হবে।” তাঁর এহেন মন্তব্য বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। বর্তমানে স্বাভাবিক পরিস্থিতি ফিরে আসায় ও একের পর নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় এ বার পুরভোটও আর ফেলে রাখতে চাইছে না রাজ্য সরকার। আপাতত তেমনই ইঙ্গিত পাওয়া যাচ্ছে।