তৃতীয়বার মুখ্যমন্ত্রী হওয়ার পর এই প্রথম পুরুলিয়া ও বাঁকুড়া সফর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। তবে শুধু প্রশাসনিক বৈঠক নয়, দলের কর্মিসভাও করবেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার দুপুর পৌনে ১টা নাগাদ শহরের মানভূম ভিক্টোরিয়া ইনস্টিটিউট স্কুলে তাঁর হেলিকপ্টার নামার কথা। সেখান থেকে তিনি সোজা চলে যাবেন শহরের রবীন্দ্র ভবনে। দুপুর ১টায় রাজ্য প্রসাশনের আধিকারিক সহ জেলার আধিকারিকদের নিয়ে প্রশাসনিক বৈঠক করবেন। সেই বৈঠকে উপস্থিত থাকবেন জেলার মন্ত্রী ও বিধায়করাও।
তবে পুরুলিয়ায় নতুন জল প্রকল্পের উপরেই মুখ্যমন্ত্রী সবথেকে বেশি নজর দেবেন বলে মনে করছে প্রশাসনিক মহল। পুরুলিয়ার প্রশাসনিক বৈঠকে পুরুলিয়ার জলের সঙ্কট মেটাতে জেলা প্রশাসন কী কী পদক্ষেপ নিয়েছে, তা নিয়েই মূলত আলোচনা করতে চলেছে বলেই মনে করা হচ্ছে। এছাড়াও পুরুলিয়ার একাধিক উন্নয়ন প্রস্তুতি নিয়েও আলোচনা হবে এই প্রশাসনিক বৈঠকের আলোচনা তে উঠবে৷