প্রথম পাতা খবর লখনউতে মমতাকে পাশে নিয়ে বিজেপিকে হারানোর বার্তা অখিলেশের

লখনউতে মমতাকে পাশে নিয়ে বিজেপিকে হারানোর বার্তা অখিলেশের

267 views
A+A-
Reset

উত্তরপ্রদেশের ভোটে এবার জিতুক সমাজবাদী পার্টি, এমনটাই তাঁর ইচ্ছে বলে আগেই জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অপরদিকে কলকাতায় এসে আগেই মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা সেরে ইউপি যাওয়ার জন্য আমন্ত্রণ জানিয়ে গিয়েছিলেন সপা নেতা কিরণময় নন্দ।

শেষপর্যন্ত সপা-র ডাকে সাড়া দিয়ে সোমবার রাতেই লখনউ পৌঁছে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়। লখনৌ বিমান বন্দরের বাইরে তাঁকে স্বাগত জানান অখিলেশ যাদব। এদিন বিমান বন্দরে মমতা বন্দ্যোপাধ্যায় কে পাশে নিয়েই বিজেপি–কে হারানোর বার্তা দিলেন অখিলেশ।

জানা গিয়েছে, মঙ্গলবার লখনউতে অখিলেশের সঙ্গে সভা এবং যৌথ সাংবাদিক সম্মেলন করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এর পরে বারাণসীতেও একটি সভা করার কথাও রয়েছে কর্মসূচিতে।

আরও জানা যাচ্ছে, নির্বাচন কমিশনের বিধিনিষেধ এর কারণে কোনও জনসভা বা রোডশো করবেন না বাংলার মুখ্যমন্ত্রী। তবে এত কিছুর পরেও মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে ছুটে গিয়ে অখিলেশ যাদব এর পাশে দাঁড়িয়েছেন, সেটা দেখে আপ্লুত অখিলেশ সহ গোটা সমাজবাদী পার্টি নেতা ও কর্মীরা। মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক যে কায়দায় বাংলায় বিজেপির জয়রথ আটকে দিয়েছেন, সেই একইভাবে ইউপি তেও বিজেপিকে আটকাতে মরিয়া অখিলেশরা। আর তাই মমতার কাছ থেকে বিজেপি বধের সেই কৌশলটাই এখন রপ্ত করতে চান অখিলেশ ও তার দলবল।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.