মহারণে নারীশক্তি, মহিলা ভোট টানতে নারী দিবসে পথে নামছেন মমতা

ওয়েবডেস্ক : লক্ষ্য নারীশক্তি। মহিলা ভোটব্যাঙ্ক মাথায় রেখেই নির্বাচনের প্রস্তুতিতে কোমর বাঁধছে তৃণমূল। আগামী ৮ মার্চ আন্তর্জাতিক নারীদিবসে পথে নামছেন মমতা।

ভবানীপুর থেকে যাদবপুর পর্যন্ত পদযাত্রা করবেন মুখ্যমন্ত্রী।

বাংলা নিজের মেয়েকেই চায়। একুশের ভোটের আগে নয়া স্লোগানে ভোট ময়দানে সওয়ার হয়েছিল তৃণমূল। এখানেও সেই নারীশক্তি। কিন্তু কেন?

বাংলায় ভোটারের অনুপাত ছিল ১০০০ জন পুরুষ প্রতি ৯৫৬ জন মহিলা। যা বেড়ে দাঁড়িয়েছে ১০০০ জন পুরুষ প্রতি ৯৬১ জন মহিলায়।

তামিলনাড়ু, কেরল, অন্ধ্রপ্রদেশেও মহিলা ভোটার ৫০%-এর বেশি।

আরও পড়ুন : পশ্চিমবঙ্গসহ ৫ রাজ্যে আজই ভোটের দিন ঘোষণা

পশ্চিমবঙ্গে পুরুষ ভোটার ৩.৭৩ কোটি, মহিলা ভোটার ৩.৫৯ কোটি। ভোট দেন রাজ্যের ৮১% মহিলা। ২০১৯ লোকসভা নির্বাচনে তৃণমূলই একমাত্র দল যেখানে ৪২ প্রার্থীর ১৭জন ছিলেন মহিলা, অন্যদিকে বিজেপির মহিলা প্রার্থী ছিলেন ৫ জন।

ভোটব্যাঙ্কের লক্ষ্যেই মহিলা মোর্চা গড়েছে গেরুয়া শিবিরও। অন্যদিকে কন্যাশ্রী প্রকল্প, রূপশ্রী প্রকল্পের মতো একের পর প্রকল্পে নারী ক্ষমতায়নের বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। রয়েছে স্বাস্থ্যসাথীর মাস্টারস্ট্রোকও।

এ ছাড়াও ১০০ দিনের কাজে সবচেয়ে বেশি অংশ নিয়েছে এ রাজ্যের মেয়েরা। অন্যদিকে, কন্যাশ্রীর হাত ধরে রাষ্ট্রসঙ্ঘের সম্মান পেয়েছে রাজ্য।

মহিলা ভোটারের অনুপাত যত বেড়েছে, মহিলা-ভোটের গুরুত্বও বেড়েছে তত। ওয়াকিবহাল মহল বলছে, সেই কথা মাথায় রেখেই মহিলা ভোটে জোর দিচ্ছে তৃণমূল।

Related posts

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক