অসমে জাতীয় নাগরিকপঞ্জী (এনআরসি) ঘিরে ফের তীব্র প্রতিক্রিয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। তাঁর অভিযোগ, বিজেপি সরকার ষড়যন্ত্র করে এনআরসি বাংলায় চাপানোর চেষ্টা করছে। এই ইস্যুতে তৃণমূল নেত্রী সমস্ত বিরোধী দলকে একজোট হওয়ার আহ্বান জানিয়েছেন।
মঙ্গলবার সকালে একটি সমাজমাধ্যম পোস্টে মুখ্যমন্ত্রী বলেন, দিনহাটার বাসিন্দা উত্তমকুমার ব্রজবাসী, যাঁর কাছে বৈধ পরিচয়পত্র রয়েছে, তাঁকে অসম সরকার বিদেশি বা অনুপ্রবেশকারী বলে চিহ্নিত করে হয়রানি করছে। এই ঘটনাকে “গণতন্ত্রের উপর পরিকল্পিত আক্রমণ” বলে অভিহিত করেন তিনি।
তৃণমূল সাংসদ সামিরুল ইসলামও আগেই এই ইস্যুতে সরব হয়েছিলেন। তাঁর দাবি, উত্তমবাবুর নাম ১৯৬৬ সালের ভোটার তালিকাতেও ছিল, তবু তাঁকে এনআরসি নোটিস পাঠানো হয়েছে। বিষয়টি ঘিরে অসম সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনিও।
মুখ্যমন্ত্রীর অভিযোগ, বিজেপি বাংলায় এনআরসি চাপাতে চাইছে। তাঁর কথায়, “প্রান্তিক জনগোষ্ঠীকে ভয় দেখিয়ে ভোটাধিকার কেড়ে নেওয়ার চেষ্টা চলছে। এ রাজ্য তা কিছুতেই মেনে নেবে না।” বিজেপিকে হুঁশিয়ারি দিয়ে মমতা জানান, “ভারতের সাংবিধানিক কাঠামো ধ্বংস করা হলে বাংলা চুপ করে থাকবে না।”