জেলার ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের কাজে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী, আধিকারিককে ধমক মমতার

ডেস্ক: হাওড়া জেলার ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের কাজে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। “কাজে দেরি করছেন কর্তারা। কার নির্দেশে কাজ বন্ধ?” জেলা প্রশাসনিক বৈঠকে দফতরের আধিকারিককে ধমক মুখ্যমন্ত্রীর। পুরভোটের আগে বৃহস্পতিবার হাওড়া জেলায় প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী। সেই বৈঠক থেকে জেলা ভূমি দফতরের কাজে ক্ষোভ প্রকাশ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “হাওড়া জেলায় জমি নিয়ে সমস্যা হচ্ছে। জেলা ভূমি দফতরের কর্তারা কাজ দেরিতে করছেন। কার নির্দেশে কাজ বন্ধ। কারা এত বড় বড় নেতা দেখি!”


মুখ্যমন্ত্রীর প্রশ্নের জবাবে পদস্থ আধিকারিক জানান, “ভূমিদপ্তরের অবসরপ্রাপ্ত কর্মীদের কমিটি তৈরি করা হয়েছে। যারা এই কাজ করছিল। কোভিড পরিস্থিতির জন্য জমির কাজ থমকে ছিল। আবার চালু হবে।” মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, আগামী দু’বছরে প্রায় ৮০০-র বেশি সংস্থা হাওড়া জেলায় তাদের সংস্থা খুলবে। যাতে ১০ হাজার ৪৮০ কোটি টাকা বিনিয়োগ হবে। ১ লক্ষ ১৬ হাজার কর্মসংস্থান হবে। হাওড়া শিল্পাঞ্চলে নতুন ফায়ার স্টেশন হবে। ১৪ ডিসেম্বর হাওড়ায় শিল্প বিষয়ক সিনার্জি হবে। Animal Resources Development-এর সচিব বিবেক কুমার জানান, ৩০ নভেম্বরের মধ্যে ৫১২ আউটলেটের মাধ্যমে “বাংলা ডেয়ারি” প্রকল্প চালু হবে।

আরও পড়ুন: বম্বে হাইকোর্টের বিতর্কিত ‘স্কিন টু স্কিন’ রায় বাতিল করল সুপ্রিম কোর্ট


এর পর শিল্পোদ্যোগের কথায় মমতা বলেন, ‘আমরা বাংলা ডেয়ারি করছি’। উল্লেখ্য, গত আগস্টেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন, রাজ্যের দুগ্ধশিল্পকে চাঙ্গা করতে মাদার ডেয়ারি, মেট্রো ডেয়ারির পর সম্পূর্ণরূপে রাজ্য সরকারি উদ্যোগে দুগ্ধজাত পণ্যের নতুন সংস্থা চালু হবে। যার নাম হবে ‘বাংলার ডেয়ারি’। সদ্য উত্তরবঙ্গ সফরে গিয়ে মুখ্যমন্ত্রীই ‘বাংলার ডেয়ারি’র রূপরেখা জানিয়েছিলেন মমতা। এদিনও এ নিয়ে বিস্তারিত জানান তিনি।

Related posts

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক

প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় শর্তসাপেক্ষে জামিন পার্থ চট্টোপাধ্যায়ের, সব মামলাতেই মুক্তি—জেলমুক্তি কবে?

১ অক্টোবর থেকে আধার আপডেটের খরচ বাড়ছে ২৫-৫০%! দেখে নিন নতুন হারে কত লাগবে