প্রথম পাতা খবর হেমন্ত সোরেনের শপথগ্রহণে যোগ দিতে রাঁচি যাচ্ছেন মমতা

হেমন্ত সোরেনের শপথগ্রহণে যোগ দিতে রাঁচি যাচ্ছেন মমতা

174 views
A+A-
Reset

কলকাতা: আজ, বৃহস্পতিবার দুপুরে দমদম বিমানবন্দর থেকে রাঁচির উদ্দেশ্যে রওনা দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঝাড়খণ্ডে বিপুল ভোটে জয়ী হয়ে হেমন্ত সোরেনের নেতৃত্বাধীন ঝাড়খণ্ড মুক্তি মোর্চা (জেএমএম) সরকার পুনরায় ক্ষমতায় ফিরেছে। আজ বিকেলে রাঁচির মোরাবাদি মাঠে হবে মুখ্যমন্ত্রী হিসাবে হেমন্তের শপথগ্রহণ অনুষ্ঠান। আম জনতার সামনে আয়োজিত এই অনুষ্ঠানে যোগ দেবেন মমতা।

জেএমএম এবারের বিধানসভা নির্বাচনে ৩৪টি আসন পেয়ে এককভাবে সর্বোচ্চ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। কংগ্রেসের ১৬টি আসন যুক্ত হয়ে ‘ইন্ডিয়া’ জোটের শক্তি আরও বেড়েছে। এদিকে, শপথগ্রহণ অনুষ্ঠানে মমতাকে আমন্ত্রণ জানিয়ে ফোন করেছিলেন হেমন্ত সোরেন। সেই ডাকে সাড়া দিয়ে তিনি রাঁচি যাচ্ছেন।

বিকেল তিনটায় শুরু হওয়া এই শপথ অনুষ্ঠানে মমতা ছাড়াও লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধী এবং আরজেডি নেতা তেজস্বী যাদবের উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে। শপথ অনুষ্ঠান শেষে রাতেই কলকাতায় ফিরে আসার কথা মমতার। তবে তাঁর সফরসঙ্গী হিসেবে রাজ্য থেকে কারা থাকবেন, তা এখনও স্পষ্ট নয়।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.