লখনউ: হাড়হিম করার মতো ঘটনা। পরিবারের সবাইকে একে একে খুন, তারপর আত্মহত্যা। উত্তরপ্রদেশের পালহাপুরের এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার সকালেই সীতাপুরের পলহাপুর গ্রামের বাসিন্দা অনুরাগ সিং (৪২) আত্মহত্যা করেন। আত্মহত্যার আগে নিজের পরিবারের পাঁচ জনকে মেরে ফেলেন তিনি।
পুলিশের দাবি, অনুরাগ সিং ছিলেন একজন মদ্যপ ও মাদকাসক্ত। প্রায় সময়ই পরিবারের সঙ্গে তাঁর বচসা লেগে থাকত। শুক্রবার রাতেও মা ও স্ত্রীর সঙ্গে তাঁর বচসা হয় রি-হ্যাবে ভর্তি হওয়াকে কেন্দ্র করে। এই নিয়েই বাঁধত গোলমাল। শুক্রবার রাতে এই নিয়েই গোলমাল বাঁধে। ঝগড়ার মাত্রা বাড়তেই একে একে পরিবারের পাঁচজনকেই খুন করেন তিনি।
অনুরাগের মা সাবিত্রী (৬৫), স্ত্রী প্রিয়াঙ্কা (৪০) এবং ১২,৯ ও ৬ বছরের তিন সন্তানের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনায় প্রকাশ, ছাদ থেকে গুলি চালিয়ে মাকে খুন করেন অভিযুক্ত। পরে হাতুড়ি দিয়ে স্ত্রীকে খুন করে বাচ্চাগুলিকে ছাদ থেকে ছুড়ে ফেলে হত্যা করেন তিনি। চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে আসায় মাথায় গুলি করে আত্মঘাতী হন অনুরাগ। ঘটনাস্থলে পড়েছিল তাঁর রক্তাক্ত দেহও।
এই ঘটনায় স্তম্ভিত গোটা এলাকার বাসিন্দারা। এক পুলিশ আধিকারিক চক্রেশ মিশ্র বলেন, ‘‘ফরেন্সিক দল ঘটনাস্থলে এসেছে। আমরা ঘটনার সব দিক তদন্ত করে দেখছি।’’