প্রথম পাতা খবর বড়তলায় সাত মাসের শিশুকে যৌন নির্যাতন! দোষী সাব্যস্ত যুবক, আদালতে শাস্তি ঘোষণা মঙ্গলবার

বড়তলায় সাত মাসের শিশুকে যৌন নির্যাতন! দোষী সাব্যস্ত যুবক, আদালতে শাস্তি ঘোষণা মঙ্গলবার

173 views
A+A-
Reset

বড়তলায় সাত মাসের এক শিশুকন্যাকে যৌন নির্যাতনের ঘটনায় অভিযুক্ত রাজীব ঘোষ ওরফে গোবরাকে দোষী সাব্যস্ত করল কলকাতা নগর দায়রা আদালতের বিশেষ পকসো কোর্ট। মাত্র ২৬ দিনের মধ্যে চার্জশিট জমা দিয়ে দ্রুত শুনানি শেষ করা হয়। মঙ্গলবার অভিযুক্তের সাজা ঘোষণা করবেন বিচারক।

ঘটনাটি ঘটে গত বছরের ৩০ নভেম্বর। বড়তলা থানা এলাকার এক বাসিন্দা দেখতে পান, একটি দুধের শিশু ফুটপাথে শুয়ে তারস্বরে কাঁদছে, অথচ আশপাশে কেউ নেই। তিনি সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেন। প্রায় একই সময়ে ফুটপাথে বসবাসকারী এক দম্পতি তাঁদের সন্তানের খোঁজে পুলিশে অভিযোগ জানান। পরে জানা যায়, কাঁদতে থাকা শিশুটি তাঁদেরই সন্তান।

শিশুটিকে আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা দেখেন, তার গোপনাঙ্গে একাধিক ক্ষতের চিহ্ন রয়েছে। শরীরেও ছিল আঁচড়ের দাগ। সন্দেহ হয় যে, শিশুটিকে যৌন নির্যাতন করা হয়েছে।

ঘটনার তদন্তে নেমে পুলিশ ১৯ মিনিটের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে। সেই সূত্র ধরেই ৪ ডিসেম্বর ঝাড়গ্রামের গোপীবল্লভপুর থেকে রাজীব ঘোষকে গ্রেপ্তার করা হয়। নির্যাতনের পর সে সেখানে গিয়ে গা ঢাকা দিয়েছিল। অভিযুক্তের হাঁটাচলা, শারীরিক ভাষা এবং অন্যান্য প্রমাণ মিলিয়ে তাকে শনাক্ত করা হয়।

অভিযুক্তের বিরুদ্ধে দ্রুত চার্জশিট জমা দেয় পুলিশ। মামলার শুনানিতে মোট ২৪ জন সাক্ষ্য দেন, যার মধ্যে আর জি কর হাসপাতালের সুপারও ছিলেন। গত বৃহস্পতিবার শুনানি শেষ হয় এবং সোমবার আদালত অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে। মঙ্গলবার বিচারক সাজা ঘোষণা করবেন। এই মামলায় দ্রুত বিচারপ্রক্রিয়া সম্পন্ন হওয়াকে দৃষ্টান্তমূলক বলছেন আইনজীবীরা।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.