321
কেদারনাথ: রবিবার উত্তরাখণ্ডের কেদারনাথে এক মর্মান্তিক ঘটনা। জানা গিয়েছে, একটি হেলিকপ্টারের রটার ব্লেডের আঘাতে মৃত্যু হয়েছে এক ব্যক্তির।
রবিবার দুপুর পৌনে ২টো নাগাদ উত্তরাখণ্ড এন্টারপ্রাইজের সরকারি গাড়ওয়াল মণ্ডল বিকাশ নিগম লিমিটেড (GMVN)-এর একটি হেলিপ্যাডে ঘটনাটি ঘটে। পুলিশ জানিয়েছে, নিহত ব্যক্তি কেদারনাথ ধামে হেলিকপ্টারটি পরিচালনাকারী সংস্থার একজন আধিকারিক।
যাতায়াত ব্যবস্থা খতিয়ে দেখতে গিয়েছিলেন আধিকারিকরা। রুদ্রপ্রয়াগের এসপি বিশাখা অশোক সংবাদ সংস্থা এএনআই-কে বলেন, “দুর্ভাগ্যবশত হেলিকপ্টারের রটার ব্লেডের রেঞ্জের মধ্যে এসে পড়েছিলেন ওই আধিকারিক। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।”
উল্লেখযোগ্য ভাবে, শনিবার অক্ষয় তৃতীয়ার শুভ তিথিতে চারধাম যাত্রা শুরু হওয়ার পরের দিনই এ ধরনের দুর্ঘটনায় চাঞ্চল্য ছড়াল।