কলকাতা: নিয়োগ দুর্নীতি মামলায় কলকাতা হাই কোর্টের বিচারপতি শুভ্রা ঘোষের ডিভিশন বেঞ্চ থেকে বৃহস্পতিবার জামিন পেলেন প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্য। এই মামলায় দীর্ঘদিন জেলবন্দি থাকার পর অবশেষে জামিন পেলেন তিনি। তবে আদালতের নির্দেশ অনুযায়ী, জামিন পেলেও মানিককে চারটি শর্ত কঠোরভাবে মেনে চলতে হবে।
জানা গেছে, শর্তগুলির মধ্যে অন্যতম হলো— মানিক ভট্টাচার্য কলকাতার বাইরে যেতে পারবেন না এবং তাকে প্রতি সপ্তাহে সংশ্লিষ্ট তদন্তকারী আধিকারিকের কাছে হাজিরা দিতে হবে। তাছাড়া, তদন্তে কোনওভাবে অসহযোগিতা বা প্রভাব খাটানোর চেষ্টা করলে তাঁর জামিন বাতিল হতে পারে। এই শর্তের বাইরে আদালত আরও নির্দেশ দিয়েছে যে, মামলার তদন্ত চলাকালীন তিনি কোনো সাক্ষীর সঙ্গে যোগাযোগ করতে পারবেন না।
প্রসঙ্গত, প্রাথমিক শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার হওয়া মানিক ভট্টাচার্যের বিরুদ্ধে তদন্ত চলছিল। তার বিরুদ্ধে পদে থেকে ক্ষমতার অপব্যবহার করে নিয়োগে ব্যাপক আর্থিক দুর্নীতি করার অভিযোগ রয়েছে।