প্রথম পাতা খবর Mann Ki Baat: বিজ্ঞানের উপর আস্থা রাখুন, ভ্যাকসিন ভীতি দূর নিয়ে নিজের মায়ের প্রসঙ্গ টেনে দেশবাসীকে আহ্বান মোদীর

Mann Ki Baat: বিজ্ঞানের উপর আস্থা রাখুন, ভ্যাকসিন ভীতি দূর নিয়ে নিজের মায়ের প্রসঙ্গ টেনে দেশবাসীকে আহ্বান মোদীর

378 views
A+A-
Reset

ডেস্ক:  ‘মন কি বাত’-এর অনুষ্ঠানের ৭৮তম পর্ব নিয়ে রবিবার হাজির হয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন শুরুতেই সবাইকে বিজ্ঞানের উপর ভরসা রাখতে বলেন প্রধানমন্ত্রী।এর পাশাপাশি টিকা নিয়ে সংশয়ের জেরে সবাই টিকা নিতেও চাইছেন না। মানুষের মন থেকে সেই ভয় দূরে সরাতে এদিন মন কি বাত অনুষ্ঠানে নিজের এবং নিজের মায়ের উদাহরণ তুলে ধরলেন প্রধানমন্ত্রী মোদী।
এর পাশাপাশি এদিন অনুষ্ঠানের শুরুতেই অ্যাথলিট মিলখা সিংকে স্মরণ করলেন তিনি।

টোকিও অলিম্পিক
রবিবার মন কি বাত অনুষ্ঠানের শুরুতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টোকিও অলিম্পিকে ভাগ নিতে যাওয়া ভারতীয় অ্যাথলিটদের কথা বলেন ৷ একইসঙ্গে  অলিম্পিক পদকজয়ী প্রয়াত মিলখা সিং-কে স্মরণ করেন।তাঁর প্রতি শ্রদ্ধার্ঘ অর্পণ করে তিনি বলেন, “আমরা অলিম্পিকের কথা বললে মিলখা সিংজীকে মনে করতেই হবে। উনি যখন হাসপাতালে ভর্তি ছিলেন, তখন আমি ওনার সঙ্গে কথা বলার সুযোগ পেয়েছিলাম। আমি ওনাকে অনুরোধ করেছিলাম যে টোকিয়ো অলিম্পিকে যাতে প্রতিযোগীরা অংশ নেন, তার জন্য তিনি যেন সকলকে অনুপ্রেরণা দেন।”

 এরপর এক এক করে বলেও কিভাবে দেশের নানা প্রান্তের গরীব বাড়ি থেকে দৌড়বিদ, তীরন্দাজ, জ্যাভলিন থ্রোয়ার, বক্সাররা উঠে এসেছেন। প্রতিকূল পরিস্থিতির সঙ্গে লড়াই করে তাঁরা কিভাবে পৌঁছেছেন টোকিও অলিম্পিক পর্যন্ত৷ নিজের সংক্রিপ্ত বক্তব্যে তীরন্দাজ দীপিকা কুমারী থেকে দৌড়বিদ প্রিয়ঙ্কার মতো কয়েকজন অ্যাথলিটের নামও নেন প্রধানমন্ত্রী।কঠিন করোনা পরিস্থিতিতেও যে সমস্ত প্রতিযোগীরা টোকিয়ে অলিম্পিকে অংশগ্রহণ করছেন, তাঁরা দেশবাসীর কাছে অনুপ্রেরণা হয়ে থাকবেন বলে জানান প্রধানমন্ত্রী। 


টিকাকরণ

টোকিও অলিম্পিক ও দেশের কৃতি ক্রিড়াবিদদের নিয়ে কথা বলার পর দেশের করোনা সংক্রমণ এবং ভ্যাকসিনেশন নিয়ে কথা বলেন মোদী৷ মন কি বাতে-এর মাধ্যমে সারা দেশের মানুষকে ভ্যাকসিন নিয়ে সচেতন করার চেষ্টা করেন৷ কোভিড ভ্যাকসিন নিয়ে চলা অপপ্রচার রুখে সচেতনতা গড়ে তোলার জন্য মধ্যপ্রদেশের একটি গ্রামের মানুষদের সঙ্গে রেডিওর মাধ্যমে কথাও বলেন নরেন্দ্র মোদী।


করোনা সংক্রমণের সঙ্কট এখনও পুরোপুরি কাটিয়ে উঠতে পারেনি দেশ। তবে প্রধানমন্ত্রী দেশের গবেষকদের উপর আস্থা রাখার অনুরোধ জানান আজকের অনুষ্ঠানে। করোনা রুখতে বিনামূল্যে দেশজুড়ে টিকাকরণে জোর দিয়েছে কেন্দ্র। ২১ জুন নজির গড়ে ভারতে ৮৬ লক্ষের বেশি মানুষকে টিকা দেওয়া হয়েছে। কিন্তু এসবের পরও একাংশের দেশবাসী টিকা নিতে ভয় পাচ্ছে। টিকাকরণ নিয়ে নানা শঙ্কা তৈরি হয়েছে।

এবারের ‘মন কি বাত’ অনুষ্ঠানে মোদী বলেন, দেশে অনেকে এখনও অনেকে ভ্যাকসিন নেননি। কিন্তু দেশের প্রতিটি প্রান্তের মানুষের ভ্যাকসিন নেওয়া উচিত। সামান্য কিছু পার্শ্বপ্রতিক্রিয়া থাকলেও করোনাকে জিততে ভ্যাকসিন ছাড়া উপায় নেই বলেই স্পষ্ট করেন মোদী। তিনি বলেন, “করোনার বিরুদ্ধে লড়াইয়ে আমরা অনেক মাইলফলক পার করেছি। দেশের সাধারণ জনগণ এখনও করোনার বিরুদ্ধে লড়াই চালাচ্ছেন। একসঙ্গে লড়াইয়ে আমরা সাফল্যের নতুন শিখরে পৌঁছব।”

আরও পড়ুন: ফের ৫০,০০০ পার করোনার দৈনিক সংক্রমণ,দুশ্চিন্তা বাড়াচ্ছে ডেল্টা প্লাস ভ্য়ারিয়েন্ট

ভেষজ উদ্ভিদ
 মন কি বাত-এ অবস্থায় দেশের ভেষজ উদ্ভিদ নিয়েও বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। মোদী বলেন, আয়ুর্বেদ মতে প্রত্যেক উদ্ভিদেই কিছু না কিছু ভেষজগুণ রয়েছে৷ আমাদের দেশ এরকম ভেষজ উদ্ভিদে পরিপূর্ণ। এই গাছগুলির সঠিক খোঁজ এবং পরিচর্যা ও চাষ আবাদ প্রয়োজন৷ গাছ গাছালি থেকে প্রাপ্ত ঔষধি আমারদের দৈনন্দিন জীবনকে রোগমুক্ত থাকতে সাহায্য করে।

বর্ষাকাল
মন কি বাত-এ দেশে বর্ষাকাল ও জল সংরক্ষণ নিয়েও কথা বলেন মোদী। তিনি শ্রোতাদের উদ্দেশ্যে বললেন বর্ষাকাল, ‘শুধু আমাদের জন্য নয়, আমাদের ভবিষ্যতের মানব সমাজের জন্যও বর্ষাকাল গুরুত্বপূর্ণ।’ এরপরই জল সংরক্ষণের গুরুত্বের কথা বলেন দেশের প্রধানমন্ত্রী। এবং দেশের বিভিন্নপ্রাতে বেশ কিছু মানুষের সফল জলসংরক্ষণের কাহিনী তুলে ধরেন নিজের মন কি বাত, অনুষ্ঠানে৷

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.