ফাইল ছবি
আবার অগ্নিকাণ্ডের ঘটনা কলকাতায়। বুধবার দুপুরে বাসন্তী হাইওয়ের ধারে ধাপা এলাকায় একটি প্লাস্টিক কারখানার গুদামে আগুন লাগে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে আশপাশে। স্থানীয়দের অভিযোগ, গুদামে মজুত থাকা প্লাস্টিকজাত দ্রব্য থেকেই আগুন ভয়াবহ আকার নেয়। আগুনের আঁচে পুড়ে গিয়েছে বেশ কয়েকটি ঝুপড়ি।
প্রত্যক্ষদর্শীদের দাবি, গুদামে আগুন লাগার পর প্রথমে তার মোকাবিলায় এগিয়ে আসেন স্থানীয়রাই। পুকুর থেকে জল তুলে আগুন নেভানোর চেষ্টা করা হয়। তবে আগুনের তীব্রতা এতটাই ছিল যে তা দ্রুত ছড়িয়ে পড়ে।
দমকল সূত্রে খবর, খবর পাওয়ার পর চারটি ইঞ্জিন দ্রুত ঘটনাস্থলে পৌঁছয়। দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে।
এই ঘটনায় এখনও পর্যন্ত বড়সড় কোনও হতাহতের খবর নেই, তবে আতঙ্কে দিন কাটছে এলাকার বাসিন্দাদের। আগুন কীভাবে লাগল, তা এখনও স্পষ্ট নয়। দমকল আধিকারিকদের বক্তব্য, আপাতত আগুন নিয়ন্ত্রণই প্রাধান্য। পরে ঘটনার তদন্ত করে কারণ জানা যাবে।