প্রথম পাতা খবর আসানসোলে হস্তশিল্প মেলায় ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই একাধিক দোকান

আসানসোলে হস্তশিল্প মেলায় ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই একাধিক দোকান

260 views
A+A-
Reset

আসানসোলের পোলো গ্রাউন্ডে চলমান হস্তশিল্প মেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার দুপুর দেড়টা নাগাদ আগুন লাগে, যা দ্রুত ছড়িয়ে পড়ে। এখন পর্যন্ত ছয়টি দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে বলে জানা গেছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

রাজ্য সরকারের উদ্যোগে আয়োজিত এই মেলা শনিবার থেকে শুরু হয়েছিল, যেখানে অন্তত ৫০টি দোকান রয়েছে। অগ্নিকাণ্ডের ঘটনাটি মূলত খাবারের স্টল এবং কাঠের আসবাবের দোকানগুলির এলাকায় ঘটেছে। দাহ্য পদার্থ থাকার কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। ব্যবসায়ীদের অভিযোগ, দমকলকে খবর দেওয়া হলেও তারা ঘটনাস্থলে পৌঁছাতে দেরি করে।

আগুন লাগার পর ব্যবসায়ীরা নিজেরাই বালতি করে জল এনে আগুন নেভানোর চেষ্টা করেন। প্রায় ৪০ মিনিট পর দমকল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। মেলায় কোনো দমকলের ব্যবস্থা ছিল না বলে ব্যবসায়ীরা অভিযোগ করেছেন। এছাড়া, মেলা অফিসে যোগাযোগ করা হলেও কেউ ফোন ধরেননি। ব্যবসায়ীদের মতে, রান্নার আগুন থেকেই এই বিপর্যয়ের সূত্রপাত। প্রশাসনের গাফিলতির অভিযোগ তুলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.