প্রথম পাতা খবর বড়োবাজার লাগোয়া চারতলা বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে দমকলের ২০টি ইঞ্জিন

বড়োবাজার লাগোয়া চারতলা বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে দমকলের ২০টি ইঞ্জিন

272 views
A+A-
Reset

বাজার এলাকায় আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কাও রয়েছে। যুদ্ধকালীন তৎপরতায় চলছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা।

ডেস্ক: কলুটোলা স্ট্রিটে একটি গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডে আতঙ্ক ছড়াল বৌবাজার থানা এলাকায়। ঘটনার সূত্রপাত সোমবার সকাল ১১টা নাগাদ। দমকলের পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় যুদ্ধকালীন তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চলছে।

কালো ধোঁয়ায় ঢেকে যায় আকাশ। ঘিঞ্জি এলাকায় অগ্নিকাণ্ডের কারণে আতঙ্কে আশপাশের বাড়ির বাসিন্দারা বেরিয়ে আসেন। খবর পেয়ে প্রথমে দমকলের চারটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। কিন্তু আগুন নিয়ন্ত্রণে না আসায় ধাপে ধাপে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের ২০টি ইঞ্জিন।

ঘটনায় প্রকাশ, ১১ নম্বর কলুটোলা স্ট্রিটের ওই বহুতলের দোতলায় একটি গুদাম ছিল। পুজোর আগে প্রচুর পরিমাণ বস্ত্র ও অন্যান্য সামগ্রী মজুত করা ছিল ওই বাড়িটিতে। গুদামে দাহ্য বস্তু মজুত থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। বহুতলের চারপাশ থেকে দোতলার ওই ঘরে জল দিচ্ছেন দমকলকর্মীরা।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আনা হয় হাইড্রলিক ল্যাডারও। তাতে উঠে ইঞ্জিনের সাহায্যে জল ছুড়ে আগুন নেভানোর কাজ চলছে। তবে আগুন নিয়ন্ত্রণে আনতে কার্যত হিমশিম অবস্থা দমকল কর্মীদের।

আরও পড়ুন: উত্তরপ্রদেশে কৃষক-হত্যা নিয়ে দেশ জুড়ে নিন্দা, ঘটনাস্থলে যাচ্ছেন বিরোধীরা, আটকানো হল প্রিয়াঙ্কা গান্ধীকে

এমনিতে এলাকার বাড়িগুলির মধ্যে ফাঁক প্রায় নেই বললেই চলে। আর বেশিরভাগ বাড়ি ব্যবহৃত হয় গুদাম হিসেবে অর্থাৎ জিনিসপত্র মজুত করতে। যে কারণে বাজার এলাকায় আগুন ছড়িয়ে পড়ারও আশঙ্কাও রয়েছে। আপাতত বহুতলটির আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টার পাশাপাশি ভিতরে কেউ আটকে রয়েছেন কি না, সেটাও খতিয়ে দেখছেন উদ্ধারকারীরা।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.