কলকাতা: শুক্রবার ভোররাতে দমদমের নাগেরবাজার সংলগ্ন যশোর রোডের উপর একটি গেঞ্জির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড। এখনও বেশ কিছু অংশে ধিকিধিকি আগুন জ্বলছে। দমকলমন্ত্রী সুজিত বসু জানিয়েছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হচ্ছে।
ঘটনাস্থলে দমকলের ৩০টি ইঞ্জিন। প্রায় ৬ ঘণ্টার চেষ্টাতেও আগুন নিয়ন্ত্রণে আনা যায়নি। আগুনের উৎসস্থলে পৌঁছতে পারেননি দমকল কর্মীরা। জানা গিয়েছে, ওই কারখানার মধ্যে একটি টিনের শেড ভেঙে পড়েছে। তা সরানো না গেলে আগুন নিয়ন্ত্রণে আরও সমস্যা হবে বলে জানিয়েছেন তিনি। শেড সরাতে জেসিবির ব্যবস্থা করা হয়েছে।
নাগেরবাজারে সরোজিনী নাইডু কলেজের ঠিক পাশেই অবস্থিত এই কারখানাটি। কারখানাটির পাশে একটি বেসরকারি আইসক্রিম সংস্থার গুদাম রয়েছে। সেখানেই প্রথমে বিস্ফোরণের শব্দ শুনতে পান স্থানীয়রা। এর পরই আগুন লাগে। ক্রমে তা কারখানাটিতে ছড়িয়ে পড়ে। জানা গিয়েছে, ভোর ৩টে ৪০ মিনিট নাগাদ আগুন লাগে। সকালে ঘটনাস্থলে যান মন্ত্রী সুজিত বসু।
এ প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘‘গেঞ্জির কারখানায় কিছু গোডাউনও ছিল। তদন্ত না হলে এখনই আমার পক্ষে কিছু বলা সম্ভব নয়। কয়েকটি পকেটে আগুন এখনও আছে। যেখানে দমকল কাজ করছিল, সেখানে একটি টিনের শেড ভেঙে পড়েছে। আমরা জেসিবি নিয়ে আসছি। তা নিয়ে ওই শেড সরিয়ে কাজ এগোতে হবে।’’