লাইনচ্যুত মেদিনীপুর-হাওড়া লোকাল ট্রেন। গতি কম থাকায় বড়োসড়ো দুর্ঘটনা থেকে রক্ষা পেল ডাউন লোকাল। শনিবার দুপুর ১২টা নাগাদ গিরিময়দান স্টেশন ছেড়ে যাওয়ার সময় ঘটনাটি ঘটে। হতাহতের কোনো খবর নেই। তবে এই দুর্ঘটনার ফলে আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা, অন্য দিকে ব্যাহত হয় ট্রেন চলাচল।
জানা গিয়েছে, ট্রেনটির একটি কামরার দুটি চাকা লাইনচ্যুত হয়েছে। তবে ট্রেনটির গতি না থাকায় বড়োসড়ো দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়। এই ঘটনায় যাত্রীদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেককে লাইন ধরে হাঁটতে দেখা যায়। ট্রেন চলাচল বিঘ্নিত হওয়ায় বিপাকে পড়েন যাত্রীরা।
জানা গিয়েছে, ট্রেনের গতি একেবারেই কম ছিল। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছান রেলের আধিকারিকরা। ট্রেনের সমস্ত যাত্রীদের ইতিমধ্যে নামিয়ে আনা হয়। তাঁদের আবার নতুন লোকাল ট্রেনে তুলে দেওয়া হয়। কেন ট্রেনটি লাইনচ্যুত হল? সেই বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।