কলকাতা: রাজ্যের নিজস্ব শিক্ষানীতি স্থির করতে আগামী ৬ মে বৈঠকে বসছে ১০ সদস্যের বিশেষজ্ঞ কমিটি। শিক্ষা জগতের বিশিষ্টদের নিয়ে তৈরি কমিটি স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের পাঠক্রমের রূপরেখা তৈরি করবে।
এর পাশাপাশি স্কুল, কলেজে ভর্তি প্রক্রিয়া চলবে তা নিয়েও সিদ্ধান্ত নেবে এই কমিটি। দশ সদস্যের এই কমিটিতে রয়েছেন অধ্যাপিকা গায়েত্রী চক্রবর্তী স্পিভাক, মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় ও উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য।
এ ছাড়াও কমিটিতে রয়েছেন সুগত বসু, সুরঞ্জন দাস, নৃসিংহপ্রসাদ ভাদুড়ি। এই কমিটিতে আরও কয়েকজনকে অন্তর্ভুক্ত করা হবে বলে জানা গিয়েছে।
সম্প্রতি জাতীয় শিক্ষানীতিতে বেশ কিছু বদল এনেছে কেন্দ্র। বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন তার গাইডলাইন রাজ্যকে পাঠিয়েছে। কিন্তু রাজ্য সেই গাউডলাইনমানতে নারাজ। রাজ্য নিজস্ব শিক্ষানীতি তৈরি করার বিশেষজ্ঞ কমিটির উপর ছেড়ে দিয়েছে। এই কমিটি তত্বাবধানে রয়েছে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।
আরও পড়ুন: পুজোর আগেই চালু হচ্ছে টালা ব্রিজ