সপ্তাহের প্রথম দিন সকালেই ফের ভোগান্তিতে পড়লেন কলকাতার মেট্রোযাত্রীরা। সোমবার দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরামমুখী মেট্রোর পথে টালিগঞ্জের পর হঠাৎই পরিষেবা বন্ধ হয়ে যায়। টালিগঞ্জে পৌঁছে যাত্রীদের নামিয়ে দেওয়া হয়। ফলে অফিসযাত্রী এবং পরীক্ষার্থী সহ বহু মানুষ চরম সমস্যায় পড়েন।
অফিস টাইমে হঠাৎ মেট্রো পরিষেবা ব্যাহত হওয়ায় নিত্যযাত্রীদের ক্ষোভ ফেটে পড়ে। যাত্রীরা অভিযোগ করেছেন, আগে থেকে কোনও ঘোষণা না থাকায় তারা সমস্যায় পড়েছেন। অনেকেই বাধ্য হয়ে রাস্তায় বেরিয়ে বাস কিংবা অটো ধরতে চেষ্টা করেন। তবে ভোরবেলা থেকেই যানজট থাকা এলাকায় বিকল্প পরিবহণও সহজে মেলেনি।
রেল কর্তৃপক্ষ সূত্রে জানা গিয়েছে, টালিগঞ্জের পর লাইনে প্রযুক্তিগত সমস্যার কারণে মেট্রো চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। দ্রুত সমস্যা সমাধানের চেষ্টা চলছে। তবে অফিস টাইমে এই বিভ্রাট যে ভোগান্তি বাড়িয়েছে, তা বলাই বাহুল্য।