ফাটল ধরা পিলার থেকে সমস্যা শুরু হয়েছিল, এবার সম্পূর্ণ স্টেশনটাই ভেঙে নতুন করে তৈরি করার সিদ্ধান্ত নিল মেট্রো রেল কর্তৃপক্ষ। কবি সুভাষ মেট্রো স্টেশন কবে খুলবে—তা এখনও নিশ্চিত করে জানাতে পারছে না তারা। ফলে দিনের পর দিন ভোগান্তি বাড়ছে নিউ গড়িয়া এবং দক্ষিণ শহরতলির সাধারণ যাত্রীদের।
গত সোমবার থেকে বন্ধ রয়েছে কলকাতার ব্লু লাইনের দক্ষিণ প্রান্তের এই গুরুত্বপূর্ণ স্টেশন। মেট্রোর পক্ষ থেকে জানানো হয়েছে, নতুন স্টেশন তৈরিতে অন্তত ৯ থেকে ১০ মাস সময় লাগবে। তবে কাজের জটিলতা বাড়লে সময় এক বছর পেরিয়ে যাওয়াও অস্বাভাবিক নয়।
ইতিমধ্যেই জারি হয়েছে ই-টেন্ডার। নতুন স্টেশন তৈরিতে খরচ হবে প্রায় ৯ কোটি ৪২ লক্ষ টাকা। শুধু পিলারে ফাটল নয়, প্ল্যাটফর্মের দুরবস্থা ও নির্মাণগত ত্রুটির কথাও ধরা পড়েছে রিপোর্টে।
২১টি পিলারের মধ্যে অন্তত চারটিতে বড়সড় ফাটল ধরা পড়েছে, তবে অন্যান্য পিলারেও রয়েছে ক্ষয় ও চিহ্ন। রক্ষণাবেক্ষণের ঘাটতি, নজরদারির অভাব এবং সবচেয়ে উদ্বেগের বিষয়—প্রায় ৪০ শতাংশ কর্মীঘাটতি, যা মেট্রোর নিরাপত্তা ও পরিষেবার মান নিয়ে বড় প্রশ্ন তুলছে।
এই পরিস্থিতিতে যাত্রী নিরাপত্তা নিশ্চিত করতেই স্টেশনটি ভেঙে নতুন করে তৈরি করার সিদ্ধান্ত। তবে সেই সময় পর্যন্ত নিউ গড়িয়া অঞ্চলের যাত্রীদের অন্য উপায়ে গন্তব্যে পৌঁছতে হবে, যার ফলে দুর্ভোগ আরও বাড়বে।
গত এক বছরে মেট্রোর পরিকাঠামোগত ত্রুটির একাধিক নজির সামনে এসেছে। পার্ক স্ট্রিটে বর্ষার জমা জল, চাঁদনি চক ও সেন্ট্রালের মাঝখানে ঝর্নার মতো জল পড়া, এমনকি ঝড়ের রাতে কবি নজরুল স্টেশনের শেড উড়ে যাওয়ার মতো ঘটনাও ঘটেছে।