‘শান্ত এলাকায় অশান্তির ছক’, মধ্যমগ্রাম বিস্ফোরণে উত্তরপ্রদেশ যোগ প্রসঙ্গে বললেন খাদ্যমন্ত্রী রথীন ঘোষ

ইমনকল্যাণ সেন: মধ্যমগ্রামে রবিবার গভীর রাতে বিস্ফোরণে মৃত্যু হল বছর পঁচিশের এক যুবকের। মৃত যুবক উত্তরপ্রদেশের বাসিন্দা বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। তাঁর ব্যাগে থাকা বোমা ফেটেই দুর্ঘটনাটি ঘটেছে বলে মনে করছেন তদন্তকারীরা। বিস্ফোরণটি কম শক্তিশালী আইইডি বলে অনুমান করা হচ্ছে।

ফরেনসিক দল ইতিমধ্যেই ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করেছে। সোমবার সকালে এনআইএ টিমও পৌঁছয় বিস্ফোরণস্থলে। ঘটনাস্থলে গিয়েছিলেন খাদ্যমন্ত্রী ও স্থানীয় বিধায়ক রথীন ঘোষ। তাঁর বক্তব্য, “কে কোন উদ্দেশ্যে কী করেছে, তা পুলিশ তদন্ত করে বের করবে। তবে শান্ত মধ্যমগ্রামকে অশান্ত এবং আতঙ্কিত করতেই এই কাজ।”

এই প্রথমবার মধ্যমগ্রামে এমন বিস্ফোরণের ঘটনা ঘটল বলে জানিয়েছেন স্থানীয়রা। ফলে আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। রথীন ঘোষও মেনে নিয়েছেন শহরবাসীর ভয়কে স্বাভাবিক। তিনি বলেন, “স্কুলের সামনে এত ভিড়ের জায়গায় বিস্ফোরণ ঘটেছে। ছাত্রছাত্রীরা ভয় পাবে। তবে পুলিশ তদন্ত করছে। শহরবাসী আতঙ্কিত হবেন না।”

মধ্যমগ্রাম হাইস্কুলের সামনে ঘটনার জেরে গোটা এলাকা ঘিরে ফেলা হলেও সোমবার নিয়ম মেনে স্কুল খোলা ছিল। আতঙ্ক নিয়ে পড়ুয়ারা স্কুলে আসে, অভিভাবকরাও ছিলেন চিন্তিত। স্কুল কর্তৃপক্ষ জানিয়েছেন, পড়ুয়াদের নিরাপত্তাই তাঁদের কাছে সর্বাধিক গুরুত্বপূর্ণ।

তদন্তকারীরা খতিয়ে দেখছেন, মৃত যুবক কোথা থেকে এসেছিলেন এবং তাঁর লক্ষ্য কী ছিল। ব্যাগে বিস্ফোরক নিয়ে তিনি কেন স্কুলের সামনে দিয়ে যাচ্ছিলেন— সেই সব প্রশ্নের উত্তর খুঁজছে পুলিশ।

Related posts

১ অক্টোবর থেকে আধার আপডেটের খরচ বাড়ছে ২৫-৫০%! দেখে নিন নতুন হারে কত লাগবে

চতুর্থীর সন্ধ্যায় অভিষেকের সঙ্গে দীর্ঘ বৈঠক, তৃণমূলে সক্রিয় হওয়ার বার্তা শোভন চট্টোপাধ্যায়ের

মুখ্যমন্ত্রীর দাবি মেনে অবশেষে ক্ষতিপূরণ দিল সিইএসসি ! মৃতদের পরিবারকে ৫ লক্ষ টাকা সাহায্যের ঘোষণা